3/10এই বিয়েতে অংশ নিতে পৌঁছেছিলেন পরিচালক সুদেষ্ণা রায়ও। দেখুন খোশমেজাজে কেমন গ্রুফপি নিচ্ছেন নব-দম্পতি (সৌজন্যে-ইন্সটাগ্রাম)
4/10না..না.. বাস্তবজীবনে নয় রূপোলি পর্দায় ফের একবার কনের সাজে পায়েল। ছবির নাম বিয়ে ডট কম। ছবির পরিচালক অভিজিত গুহ ও সুদেষ্ণা রায় (সৌজন্যে-ইন্সটাগ্রাম)
5/10শেষ হল বিয়ে ডট কমের শ্যুটিং। এই ছবির শেষদিনের শ্যুটিংয়ে ছিল পায়েল-জয়ীর বিয়ের দৃশ্য। সেখানে গোটা টিম লেন্সবন্দী হয়েছেন। দেখুন সোনালি লেহেঙ্গায় কী দারুণ দেখাচ্ছে কৌশানিকেও। (সৌজন্যে-ইন্সটাগ্রাম)
6/10এই ছবির সুবাদে ফের একবার রূপোলি পর্দায় জুটি বাঁধতে চলেছেন টলিপাড়ার রিয়েল লাইফ জুটি বনি সেনগুপ্ত ও কৌশানি মুখোপাধ্যায়। প্রথমবার সুদেষ্ণা রায় ও অভিজিত গুহর পরিচালনায় কাজ করেছেন বনি-কৌশানি।
7/10ছবিতে বনির দেখা মিলবে আইটি সেক্টরে চাকরিরত অয়নের ভূমিকায়। একটি ম্যাট্রিমোনিয়াল সাইটে অয়নের প্রোফাইল দেখে শ্রেয়া মানে কৌশানির মা মেয়ের জন্য হবু বর হিসাবে বাছবে অয়নকে (সৌজন্যে-ইন্সটাগ্রাম)
8/10বনির কথায় এই ছবি মূলত আরবান ছবি। তাঁকে যে ধরণের বাণিজ্যিক বাংলা ছবিতে এতদিন দেখা গেছে তাঁর চেয়ে অনেকটাই আলাদা (সৌজন্যেঃইন্সটাগ্রাম)
9/10বনি-কৌশানি জুটির সাত নম্বর ছবি হতে চলেছে বিয়ে ডট কম। এই জুটির শেষ ছবি ছিল জানবাজ। এছাড়াও স্টুপিড ছবির কাজও আগেই শেষ করেছেন তাঁরা (সৌজন্যে-ইন্সটাগ্রাম)
10/10নেটদুনিয়া এবং বাস্তব পৃথিবীর তফাৎটা কতখানি তা এই ছবিতে তুলে ধরার চেষ্টা করেছেন পরিচালক জুটি সুদেষ্ণা রায় ও অভিজিত গুহ (সৌজন্যে-ইন্সটাগ্রাম)