এর আগে সাইবার নিরাপত্তা ট্র্যাকিং সংস্থাটি দাবি করেছিল যে, ২০২০ সালের অগস্টে, পেটিএম-এর এই ডেটা ব্রিচ হয়। এর ফলে ৩৪ লক্ষ ব্যবহারকারীর ব্যক্তিগত ডেটা ফাঁস হয়েছে। যদিও তাদের দাবি অস্বীকার করে পেটিএম।
1/5অনলাইন লেনদেন অ্যাপ পেটিএম-এ নিরাপত্তায় গলদ। এর ফলে ৩৪ লক্ষ ব্যবহারকারীর তথ্য ফাঁস হয়েছে। সম্প্রতি সাইবার সিকিউরিটি সংস্থা ফায়ারফক্স মনিটর এ বিষয়ে জানিয়েছিল। পেটিএম যদিও ব্যবহারকারীদের ডেটা 'সম্পূর্ণ সুরক্ষিত' আছে বলে জানিয়েছে। প্রতীকী ছবি: এইচটি বাংলা (Soumick/HT Bangla)
2/5এর আগে সাইবার নিরাপত্তা ট্র্যাকিং সংস্থাটি দাবি করেছিল যে, ২০২০ সালের অগস্টে, পেটিএম-এর এই ডেটা ব্রিচ হয়। এর ফলে ৩৪ লক্ষ ব্যবহারকারীর ব্যক্তিগত ডেটা ফাঁস হয়েছে। যদিও তাদের দাবি অস্বীকার করে পেটিএম। (ছবিটি প্রতীকী, সৌজন্যে মিন্ট) (Soumick/HT Bangla)
3/5এর প্রতিক্রিয়া জানিয়ে, Paytm মলের একজন মুখপাত্র বলেছেন, যে অনলাইন প্ল্যাটফর্মটি আমাদের সিস্টেমের ডেটা ব্রিচের উল্লেখ করেছিল, তারা সেটি পর্যালোচনা করেছে এবং দাবি প্রত্যাহার করেছে। ফাইল ছবি : ব্লুমবার্গ (Soumick/HT Bangla)
4/5তিনি বলেন, আমরা আগেই বলেছিলাম যে, পুঙ্খানুপুঙ্খ তদন্তের পরে ডেটা ফাঁসের সঙ্গে আমাদের কোনও সংযোগ মেলেনি। এই বিবৃতি আমাদের আগের বিবৃতিকেই সমর্থন করে।'(ফাইল ছবি মিন্ট) (Soumick/HT Bangla)