গত দুই ম্যাচে পরপর হারার পর কিছুটা চাপে পড়ে গিয়েছিল রাজস্থান রয়্যালস। তবে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ১৯০ রানের বড় টার্গেট তাড়া করতে নেমেও দুই বল বাকি থাকতেই ছয় উইকেট ম্যাচ নিজেদের নামে করল রাজস্থান। রাজস্থানের জয়ের কারণগুলি ঠিক কী কী দেখে নিন এক নজরে।
1/5শিখর ধাওয়ান রান না পেলেও, জনি বেয়ারস্টোর দৌলতে পঞ্জাব কিংস শুরুটা বেশ ভালই করেছিল। দারুণ গতিতে বড় রানের দিকেও এগোচ্ছিল। তবে একই ওভারে মায়াঙ্ক আগরওয়াল ও সেট বেয়ারস্টোকে ফেরত পাঠিয়ে পঞ্জাবের গতি রুদ্ধ করে দেন চাহাল। নয়তো আরামসে ২০০-র গণ্ডি টপকে যেতেই পারত পঞ্জাব।
2/5এই ম্যাচেও বল হাতে নিজের অসামান্য ফর্ম বজায় রাখলেন চাহাল। ২৮ রানের বিনিময়ে তিন উইকেট নিলেন তিনি। তাঁর এক ওভারই দুই উইকেটই টার্নিং পয়েন্ট। এছাড়াও তিনি আক্রমণাত্মক মেজাজে ব্যাট করা ভানুকা রাজাপক্ষকেও ফেরান। রাজস্থানের জয়ের ভিতটা তাঁরই রাখা।
3/5রাজস্থানের হয়ে চাহাল যে কাজটি করেন, পঞ্জাবের হয়ে রাহুল চাহারও একই কাজ করে থাকেন। তবে চাহাল সফল হলেও, চাহার ব্যর্থ হন এদিন। তাঁর ৩.৪ ওভার থেকেই উঠে ৩৯ রান। একটিও উইকেটও পাননি তিনি।
4/5মিডল ওভার এবং শেষের দিকে দুই দলের স্কোর মোটামুটি একই ছিল। তবে পার্থক্য গড়ে দিল রাজস্থানের ব্যাটিং পাওয়ার প্লে। জোস বাটলার বড় রান না করলেও, তাঁর ১৬ বলে ৩০ রানের সুবাদেই রাজস্থান পাওয়ার প্লেতে ৬৭ রান তোলে, যা পঞ্জাবের থেকে ১৯ রান বেশি।
5/5যশস্বী জয়সওয়াল ৪১ বলে ৬৮ রান করলেও, তাঁর আউট হয়ে যাওয়ার পর রাজস্থান কিন্তু বেশ বেকায়দায় পড়ে গিয়েছিল রাজস্থান। শেষমেশ দারুণভাবে ১৬ বলে ৩১ রানের ক্যামিও খেলে দলকে জয় এনে দিলেন হেতমায়ের।