Pet care in winter how to manage fatigue in pet dogs: শীত পড়তেই আমাদের মতো জবুথবু হয়ে পড়ে পোষ্য। এই সময় ওকে চাঙ্গা রাখা জরুরি। জেনে নিন ওকে চাঙ্গা রাখার সহজ কয়েকটি উপায়।
1/6শীতকালে আমাদের মতোই পোষ্যরাও একটু জবুথবু হয়ে পড়ে। এই সময় তারা খুব বেশি শারীরিক পরিশ্রম করতে রাজি হয় না। তাছাড়া পোষ্য যদি কুকুর হয় তবে তো কথাই নেই। পোষ্য কুকুর বরাবরই একটু বেশি ঘুমোতে ভালোবাসে। (Pixabay)
2/6তবে ঘুমোনো একটা ব্যাপার আর দুর্বল বোধ করা অন্য ব্যাপার। অনেক সময় শীতে বেশ কাবু হয়ে পড়ে আদুরে প্রাণীটি। তাই এই সময় তাকে চাঙ্গা রাখাও দরকার। অনেকটা সময় এককোণে শুয়ে থাকলে তা রোগের লক্ষণও হতে পারে। তাই সুস্থ রাখতেই তাকে বিভিন্ন ছোট ছোট খেলায় মাতিয়ে রাখুন। (Pixabay)
3/6মনের ব্যায়াম: শীতকালে পোষ্য শরীরের তুলনায় মানসিকভাবে বেশি ক্লান্ত বোধ করে। এই সমস্যা কমাতে তাকে মনের ব্যায়াম হয় এমন কিছু কাজের মধ্যে মাতিয়ে রাখা ভালো। এতে তার মন সবসময় সক্রিয় থাকে। মনমরা ভাবটাও ধীরে ধীরে কেটে যায়। মনের ব্যায়াম হিসেবে হাতের মধ্যে কিছু লুকিয়ে তাকে খুঁজে বার করতে বলতে পারেন। (Pixabay)
4/6নিয়মিত হাঁটাচলা: শীতের দিনগুলিতে চলাফেরা বেশ কম হয় এর থেকেও পোষ্যের ক্লান্তিভাব আসে। এই ক্লান্তি কমাতে ওকে নিয়ে নিয়ম করে হাঁটতে বেরোনো জরুরি। নিয়মিত হাঁটাচলা করলে শরীরের ক্লান্তিভাব অনেকটাই দূর হবে। (Pixabay)
5/6জল বেশি খাওয়া: শরীরের ভিতরের প্রক্রিয়াগুলিকে স্বাভাবিক রাখতে নির্দিষ্ট পরিমাণ জল রোজ খাওয়া জরুরি। শীতে আমাদের মতোই পোষ্যের জল খাওয়ার পরিমাণ বেশ কমে যায়। এতে নানারকম শারীরিক সমস্যা দেখা দিতে পারে। তাই ওর জল খাওয়ার দিকেও চোখ রাখুন। (Pixabay)
6/6ওজন নিয়ন্ত্রণে রাখা: শীত হোক বা গ্রীষ্ম, পোষ্যের ওজন নিয়ন্ত্রণে রাখা খুব জরুরি। ওর ওজন বেড়ে গেলে মানসিক ও শারীরিক ক্লান্তিও অনেকটা বেড়ে যায়। এতে একাধিক জটিল রোগ শরীরে বাসা বাঁধতে পারে। (Pixabay)