Petrol and Diesel Prices on 4th June 2022: শনিবার পশ্চিমবঙ্গের একাধিক জেলায় পেট্রল ও ডিজেলের দাম কমে গিয়েছে। বেড়েছে কয়েকটি জেলায়। পশ্চিমবঙ্গের কোন জেলায় পেট্রল এবং ডিজেলের দাম কত পড়ছে, তা দেখে নিন -
1/9আলিপুরদুয়ার, বাঁকুড়া, কোচবিহার এবং দক্ষিণ দিনাজপুরে পেট্রলের দাম কমেছে। আলিপুরদুয়ারে এক লিটার পেট্রলের দাম ১০৬.৭৯ টাকা (৩৩ পয়সা কম), বাঁকুড়ায় ১০৬.২৪ টাকা (১৯ পয়সা কম), বীরভূমে ১০৬.৭৩ টাকা (কোনও পরিবর্তন হয়নি), কোচবিহারে ১০৬.২২ টাকা (৭৭ পয়সা কমেছে) এবং দক্ষিণ দিনাজপুরে ১০৬.৩২ টাকা (আট পয়সা কমেছে) পড়ছে পেট্রলের দাম। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
2/9দার্জিলিং এবং হুগলিতে পেট্রলের দাম বেড়েছে। দার্জিলিঙে এক লিটার পেট্রলের দাম ১৫ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ১০৫.৮৬ টাকা। হুগলিতে পেট্রলের দাম ৩৪ পয়সা বেড়ে ১০৬.৫৮ টাকায় ঠেকেছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
4/9নদিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীর, পুরুলিয়া এবং উত্তর দিনাজপুরেও পেট্রলের দাম কমেছে। ওই জেলাগুলিতে পেট্রলের দাম যথাক্রমে ১০৭.২৫ টাকা, ১০৬.২৯ টাকা, ১০৬.৩৬ টাকা, ১০৫.৩৯ টাকা, ১০৭.১৭ টাকা এবং ১০৬.৫১ টাকা পড়ছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
5/9উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় পেট্রলের দাম কমেছে। ওই জেলাগুলিতে পেট্রলের দাম পড়ছে যথাক্রমে ১০৬.৫৬ টাকা, ১০৬.৫৯ টাকা এবং ১০৬.৪৩ টাকা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
6/9আলিপুরদুয়ার, বাঁকুড়া, কোচবিহার এবং দক্ষিণ দিনাজপুরে ডিজেলের দাম কমেছে। আলিপুরদুয়ারে এক লিটার ডিজেলের দাম ৯৩.৪৭ টাকা, বাঁকুড়ায় ৯২.৯৬ টাকা, বীরভূমে ৯৩.৪২ টাকা (কোনও পরিবর্তন হয়নি), কোচবিহারে ৯২.৯৩ টাকা এবং দক্ষিণ দিনাজপুরে ৯৩.০৪ টাকা পড়ছে ডিজেলের দাম। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
7/9দার্জিলিং এবং হুগলিতে ডিজেলের দাম বেড়েছে। দার্জিলিঙে এক লিটার ডিজেলের দাম ১৪ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৯২.৬ টাকা। হুগলিতে ডিজেলের দাম ৩২ পয়সা বেড়ে ৯৩.২৮ টাকায় ঠেকেছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)