Petrol-Diesel Price In Bengal: আজকে, ১০ জুন বাংলার বহু জেলায় এক লাফে অনেকটাই বাড়ল জ্বালানি তেলের দাম। আবার কিছু কিছু জেলায় দাম কমেছে পেট্রল, ডিজেলের। একনজরে দেখে নিন বৃহস্পতিবার বাংলার জেলায় জেলায় কততে বিকোচ্ছে পেট্রল, ডিজেল:
1/5আজ বাঁকুড়া, বীরভূম, হুগলি, জলপাইগুড়ি, নদিয়া, উত্তর ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুরে পেট্রল, ডিজেলের দাম বেড়েছে। এদিকে এদিন জ্বালানির দাম কমেছে দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ ও দক্ষিণ দিনাজপুরে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
2/5দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং এবং জলপাইগুড়িতে পেট্রলের দাম বেড়েছে। দক্ষিণ দিনাজপুরে এক লিটার পেট্রলের দাম ঠেকেছে ১০৬.৩২ টাকায়। দার্জিলিং এবং জলপাইগুড়িতে দাম পড়ছে ১০৬.৪২ টাকা এবং ১০৬.২৯ টাকা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
4/5কলকাতায় আজ পেট্রল, ডিজেলের দাম অপরিবর্তিত। শহরে পেট্রল বিকোচ্ছে লিটার পিছু ১০৬.০৩ টাকা। ডিজেল বিকোচ্ছে ৯২.৭৬ টকায়। কালিম্পঙে পেট্রলের দাম ১০৫.৯৬ টাকা। ডিজেল সেখানে লিটার পিছু ৯২.৬৯ টাকা। হাওড়ায় পেট্রলের দাম ১০৬.০৩ টাকা, ডিজেল ৯২.৭৬ টাকা। মুর্শিদাবাদে পেট্রল বিকোচ্ছে ১০৭.৩৬ টাকায়। ডিজেল এখানে বিক্রি হচ্ছে ৯৪.০০ টাকায়। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় পেট্রল বিকোচ্ছে ১০৬.৪৪ এবং ১০৬.০৩ টাকায়। ডিজেল বিকোচ্ছে ৯৩.১৪ এবং ৯২.৭৬ টাকা করে।
5/5আজ নদিয়ায় পেট্রল বিকোচ্ছে লিটার পিছু ১০৬.৯৮ টাকা। ডিজেল বিকোচ্ছে ৯৩.৬৫ টকায়। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে পেট্রলের দাম যথাক্রমে ১০৬.১৭ ও ১০৬.৫০ টাকা। ডিজেল সেখানে লিটার পিছু ৯২.৮৬ এবং ৯৩.১৬ টাকা। পূর্ব ও পশ্চিম বর্ধমানে পেট্রলের দাম যথাক্রমে ১০৬.৬২ এবং ১০৬.২৯ টাকা, ডিজেল ৯৩.৩১ এবং ৯৩.০১ টাকা। পুরুলিয়ায় পেট্রল বিকোচ্ছে ১০৬.৫৬ টাকায়। ডিজেল এখানে বিক্রি হচ্ছে ৯৩.২৬ টাকায়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ভূষণ কোয়নাডে/হিন্দুস্তান টাইমস)