Petrol-Diesel Price In Bengal: আজকে, ৯ জুন বাংলার বহু জেলায় এক ধাক্কায় অনেকটাই কমল জ্বালানি তেলের দাম। আবার কিছু কিছু জেলায় দাম বেড়েছে পেট্রল, ডিজেলের। একনজরে দেখে নিন বৃহস্পতিবার বাংলার জেলায় জেলায় কততে বিকোচ্ছে পেট্রল, ডিজেল:
1/5আজ পেট্রলের দাম কমেছে আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দার্জিলিং, হুগলি, জলপাইগুড়ি, মালদা, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং উত্তর দিনাজপুরে। জ্বালানির দাম বেড়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং দক্ষিণ দিনাজপুরে।
2/5আলিপুরদুয়ারে আজ পেট্রল বিকোচ্ছে লিটার পিছু ১০৬.৭৯ টাকায়। ডিজেল বিকোচ্ছে ৯৩.৪৭ টকায়। বাঁকুড়ায় পেট্রলের দাম ১০৬.২৪ টাকা। ডিজেল সেখানে লিটার পিছু ৯২.৯৭ টাকা। বীরভূমে পেট্রলের দাম ১০৬.৪৪ টাকা, ডিজেল ৯৩.১৫ টাকা। কোচবিহারে পেট্রল বিকোচ্ছে ১০৬.৭৬ টাকায়। ডিজেল এখানে বিক্রি হচ্ছে ৯৩.৪৪ টাকায়। উত্তর ও দক্ষিণ দিনাজপুরে যথাক্রমে পেট্রল বিকোচ্ছে ১০৬.৫১ এবং ১০৬.৩৭ টাকায়। এই দুই জেলায় ডিজেল বিকোচ্ছে যথাক্রমে ৯৩.২১ এবং ৯৩.০৭ টাকায়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস)
4/5কলকাতায় আজ পেট্রল, ডিজেলের দাম অপরিবর্তিত। শহরে পেট্রল বিকোচ্ছে লিটার পিছু ১০৬.০৩ টাকা। ডিজেল বিকোচ্ছে ৯২.৭৬ টকায়। কালিম্পঙে পেট্রলের দাম ১০৫.৯৬ টাকা। ডিজেল সেখানে লিটার পিছু ৯২.৬৯ টাকা। হাওড়ায় পেট্রলের দাম ১০৬.০৩ টাকা, ডিজেল ৯২.৭৬ টাকা। মুর্শিদাবাদে পেট্রল বিকোচ্ছে ১০৭.৪১ টাকায়। ডিজেল এখানে বিক্রি হচ্ছে ৯৪.০৪ টাকায়। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় পেট্রল বিকোচ্ছে ১০৬.০৩ এবং ১০৬.০৫ টাকায়। ডিজেল বিকোচ্ছে ৯২.৭৬ এবং ৯২.৭৮ টাকা করে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
5/5আজ নদিয়ায় পেট্রল বিকোচ্ছে লিটার পিছু ১০৬.৭৭ টাকা। ডিজেল বিকোচ্ছে ৯৩.৪৫ টকায়। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে পেট্রলের দাম যথাক্রমে ১০৫.৯৯ ও ১০৬.৮৪ টাকা। ডিজেল সেখানে লিটার পিছু ৯২.৬৯ এবং ৯৩.৪৯ টাকা। পূর্ব ও পশ্চিম বর্ধমানে পেট্রলের দাম যথাক্রমে ১০৬.৭৪ এবং ১০৫.৮৮ টাকা, ডিজেল ৯৩.৪৩ এবং ৯২.৬৩ টাকা। পুরুলিয়ায় পেট্রল বিকোচ্ছে ১০৬.৮৫ টাকায়। ডিজেল এখানে বিক্রি হচ্ছে ৯৩.৫৩ টাকায়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ভূষণ কোয়নাডে/হিন্দুস্তান টাইমস)