আজকে, ১৭ জানুয়ারি, বাংলার অনেক জেলায় বদলেছে জ্বালানি তেলের দাম। পশ্চিমবঙ্গের একাধিক জেলায় আজ বেড়েছে পেট্রোল, ডিজেলের দর। এদিকে জ্বালানির দাম কমেছে বহু জেলায়। একনজরে দেখে নিন মঙ্গলবার বাংলার জেলায় জেলায় কততে বিকোচ্ছে পেট্রোল, ডিজেল:
1/5আজ উত্তর ও দক্ষিণ দিনাজপুর (যথাক্রমে ৬ এবং ৪ পয়সা), হুগলি (৪৬ পয়সা), মালদা (৩ পয়সা), মুর্শিদাবাদ (১২ পয়সা), উত্তর ২৪ পরগনা (৫৭ পয়সা), পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে (যথাক্রমে ৬৮ এবং ৪৩ পয়সা) জ্বালানির দাম বেড়েছে। এদিকে আজ দক্ষিণ ২৪ পরগনা (১২ পয়সা), নদিয়ায় (৪১ পয়সা) দাম কমেছে পেট্রল, ডিজেলের। (HT_PRINT)
2/5আলিপুরদুয়ারে আজ পেট্রোল বিকোচ্ছে লিটার পিছু ১০৭.২৬ টাকায়। ডিজেল বিকোচ্ছে ৯৩.৯০ টকায়। বাঁকুড়ায় পেট্রোলের দাম ১০৬.২৮ টাকা। ডিজেল সেখানে লিটার পিছু ৯৩.০১ টাকা। বীরভূমে পেট্রোলের দাম ১০৬.৬৪ টাকা, ডিজেল ৯৩.৩৪ টাকা। কোচবিহারে পেট্রোল বিকোচ্ছে ১০৭.৩৯ টাকায়। ডিজেল এখানে বিক্রি হচ্ছে ৯৪.০৩ টাকায়। উত্তর ও দক্ষিণ দিনাজপুরে যথাক্রমে পেট্রোল বিকোচ্ছে ১০৬.৭৫ এবং ১০৬.৩৬ টাকায়। এই দুই জেলায় ডিজেল বিকোচ্ছে যথাক্রমে ৯৩.৪৩এবং ৯৩.০৭ টাকায়। (HT_PRINT)
4/5কলকাতাতে আজ পেট্রোল, ডিজেলের দাম অপরিবর্তিত। শহরে পেট্রোল বিকোচ্ছে লিটার পিছু ১০৬.০৩ টাকা। ডিজেল বিকোচ্ছে ৯২.৭৬ টকায়। কালিম্পঙে পেট্রোলের দাম ১০৫.৯৮ টাকা। ডিজেল সেখানে লিটার পিছু ৯২.৭১ টাকা। হাওড়ায় পেট্রোলের দাম ১০৬.০৩ টাকা, ডিজেল ৯২.৭৬ টাকা। মুর্শিদাবাদে পেট্রোল বিকোচ্ছে ১০৭.০১ টাকায়। ডিজেল এখানে বিক্রি হচ্ছে ৯৩.৬৮ টাকায়। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় পেট্রোল বিকোচ্ছে ১০৬.৭৬ এবং ১০৬.২২ টাকা করে। ডিজেল বিকোচ্ছে ৯৩.৪৫ এবং ৯২.৯৪ টাকা করে। (HT_PRINT)
5/5আজ নদিয়ায় পেট্রোল বিকোচ্ছে লিটার পিছু ১০৭.২৫ টাকা। ডিজেল বিকোচ্ছে ৯৩.৯০ টকায়। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে পেট্রোলের দাম যথাক্রমে ১০৬.৩৭ ও ১০৬.৯০ টাকা। ডিজেল সেখানে লিটার পিছু ৯৩.০৫ এবং ৯৩.৫৪ টাকা। পূর্ব ও পশ্চিম বর্ধমানে পেট্রোলের দাম যথাক্রমে ১০৬.৪২ এবং ১০৫.৮৬ টাকা, ডিজেল ৯৩.১৩ এবং ৯২.৬১ টাকা। পুরুলিয়ায় পেট্রোল বিকোচ্ছে ১০৬.৮৫ টাকায়। ডিজেল এখানে বিক্রি হচ্ছে ৯৩.৫৩ টাকায়। (HT_PRINT)