কয়েক মাস আগেই শ্রীলঙ্কাতে আগ্নেয়গিরির মতো জ্... more
কয়েক মাস আগেই শ্রীলঙ্কাতে আগ্নেয়গিরির মতো জ্বালানির দর চড়তে দেখা গিয়েছিল। এখন সেই একই পরিস্থিতি তৈরি হচ্ছে পাকিস্তানে। বর্তমানে পাকিস্তানে জ্বালানির দাম আকাশছোঁয়া। বুধবার পাকিস্তানে পেট্রলের দাম বেড়েছে ১ টাকা ৪৫ পয়সা।
1/3বর্তমানে পাকিস্তানে এক লিটার পেট্রল কিনতে পাকিস্তানি মুদ্রায় খরচ করতে হবে ২৩৭ টাকা ৪৩ পয়সা। ডিজেল এবং কেরোসিনের দামও ঊর্ধ্বমুখী পড়শি দেশে। মুদ্রাস্ফীতির জ্বালা ধরা পাকিস্তানে তাই আম জনতার বেহাল দশা। (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স) (AFP)
2/3বুধবার অবশ্য পাকিস্তানি জনগণকে কিছুটা স্বস্তি দিতে ডিজেল এবং কেরোসিনের দাম কমানোর ঘোষণা করে পাকিস্তানের শেহবাজ শরিফ সরকার। জানা গিয়েছে, বুধবার পাকিস্তানে লিটার পিছু ডিজেলের দাম কমেছে ৪ টাকা ২৬ পয়সা। এবং কেরোসিনের লিটার পিছু দাম কমেছে ৮ টাকা ৩০ পয়সা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) (AFP)