Petroleum Price: খরচ বৃদ্ধি সত্ত্বেও প্রায় দুই মাস ধরে জ্বালানির দাম অপরিবর্তিত থেকেছে দেশের বড় শহরগুলিতে। এর জেরে পেট্রোলিয়াম কোম্পানিগুলো বড় লোকসানের মুখে পড়েছে। পেট্রলের ক্ষেত্রে সংস্থাগুলি প্রতি লিটারে ১৭.১ টাকা করে লোকসান করছে। ডিজেলের ক্ষেত্রে এই লোকসান লিটারে ২০.৪ টাকা।
1/5পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরি বলেছেন যে খুচরো জ্বালানি সংস্থাগুলি সরকারের কাছে তাদের লোকসানের বিষয়টি জানিয়েছে। এবং এই বিষয়ে কিছুটা রেহাই চেয়েছে তারা। তবে, পেট্রোলিয়াম সংস্থাগুলি কী ধরনের ‘রেহাই’ চাইছে সে সম্পর্কে পুরী বিস্তারিত জানাননি। তিনি আরও বলেন, দাম নির্ধারণের বিষয়টি কোম্পানিগুলোর ওপর নির্ভর করছে। (HT_PRINT)
2/5এদিকে সম্প্রতি মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে, বেসরকারি পেট্রোলিয়াম শোধনাগার সংস্থাগুলি রাশিয়া থেকে কম দামে অপরিশোধিত তেল আমদানি করে তা মার্কিন যুক্তরাষ্ট্রে রফতানি করে লাভের মুখ দেখছে। এই বিষয়ে অবশ্য কোনও মন্তব্য করতে চাননি হরদীপ পুরি। (HT_PRINT)
3/5কেন্দ্রীয় মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বৃদ্ধির কারণে তেল-গ্যাস কোম্পানিগুলোর অতিরিক্ত মুনাফার ওপর কর আরোপের বিষয়ে তিনি সিদ্ধান্ত নিতে পারেন না। এই ক্ষেত্রে এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে অর্থ মন্ত্রণালয়ের। (HT_PRINT)
4/5গণিত কী বলছে? ঘরোয়া পেট্রোল পাম্পগুলিতে জ্বালানি বিক্রি হচ্ছে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ৮৫ ডলারের ভিত্তিতে। যেখানে ব্রেন্ট ক্রুড বর্তমানে ব্যারেল প্রতি ১১৩ ডলারে বিক্রি হচ্ছে আন্তর্জাতিক বাজারে। এতে কেনা-বেচার মূল্যের মধ্যে পার্থক্য থেকে যাচ্ছে। এতে কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। (HT_PRINT)
5/5আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি সত্ত্বেও রাষ্ট্রায়ত্ত সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (IOC), হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (HPCL) এবং ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (বিপিসিএল) এপ্রিল থেকে জ্বালানির দাম বাড়ায়নি। গত ৫৭ দিন ধরে বড় শহরগুলিতে অপরিবর্তিত থেকেছে তেলের দাম। (HT_PRINT)