পেট্রোল ও ডিজেলের নতুন দর প্রকাশিত হল আজ। এবং ধারাবাহিকতা বজায় রেখে আজও দাম বাড়ল জ্বালানির। স্বস্তি পেলেন না আম জনতা। দেশে এখন সর্বোচ্চ ১২২ টাকায় বিকোচ্ছে পেট্রল।
1/5দিল্লি থেকে কলকাতা, পটনা, মুম্বই সব জায়গায় পেট্রল এবং ডিজেলের দাম প্রায় ৮০ পয়সা করে বেড়েছে। দুই সপ্তাহের মধ্যে এই নিয়ে ১৩ দফা বাড়ল পেট্রল ও ডিজেলের দাম। এখন দেশের প্রায় সব বড় শহরে পেট্রল প্রতি লিটার ১০৩ টাকা ছাড়িয়েছে। একই সঙ্গে বহু জায়গায় সেঞ্চুরি করছে ডিজেলও। (PTI)
3/5এদিকে রাজধানী দিল্লিতে আজ পেট্রলের দাম বেড়ে প্রতি লিটারে ১০৪ টাকা ৬১ পয়সা হয়েছে। একই সময়ে, ডিজেলের দামও লিটার প্রতি ৯৫.০৭ টাকা থেকে বেড়ে ৯৫.৮৭ টাকা হয়েছে। (PTI)
4/5অন্ধ্রপ্রদেশের চিত্তুরে ডিজেল সবচেয়ে দামি অর্থাৎ ১০৬.৮৪ টাকা প্রতি লিটারে পৌঁছেছে। একই সময়ে, রাজস্থানের শ্রী গঙ্গানগরে পেট্রলের দাম দেশের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এখানে লিটার প্রতি পেট্রল বিকোচ্ছে ১২২.০৫ টাকা। (PTI)
5/5উল্লেখ্য, বিগত ২২ মার্চ থেকে শুরু করে গত ১৫ দিনে এই নিয়ে ১৩ দফায় বাড়ল জ্বালানি তেলের দাম। সামগ্রিকভাবে, এই সময়ের মধ্যে পেট্রলের দাম লিটার প্রতি ৯ টাকা ২০ পয়সা বেড়েছে। (PTI)