PF Advance: পিএফ-এর সুদের হার কমানোর ঘোষণা করেছে কেন্দ্র। এই আবহে এবার পিএফ-এর অগ্রিম টাকা তোলা নিয়ে বড় ঘোষণা করল প্রভিডেন্ট ফান্ড কর্তৃপক্ষ। একটি তালিকা প্রকাশ করে জানানো হয়েছে ১২টি ক্ষেত্রে এরপর থেকে অগ্রিম টাকা তোলা হলে সেই টাকা তাঁকে আর ইপিএফও’কে ফেরত দিতে হবে না।
1/5বর্তমানে ৪৩ বছরে সর্বনিম্ন স্তরে রয়েছে পিএফ-এর সুদের হার। সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স ২০২১-২২ আর্থিক বছরের জন্য ইপিএফ তহবিলে সুদের হার কমানোর সুপারিশ করেছে। এর জেরে ইপিএফও-র সুদের হার ৮.৫ শতাংশ থেকে কমে ৮.১ শতাংশ হয়েছে।
2/5এরপরই ঘোষণা করা হয়, ইপিএফ অ্যাকাউন্ট থেকে অগ্রিম টাকা তোলার ক্ষেত্রে গ্রাহককে আর সেই টাকা ইপিএফও-কে ফেরাতে হবে না। সেই টাকাকে নন-রিফান্ডেবলের তকমা দেওয়া হবে।
3/5গৃহ ঋণ; গ্রাহকের সংস্থা বন্ধ অথবা লক-আউট হয়ে গেলে; গ্রাহকের নিজের অথবা তার পরিবারের কোনও সদস্যর অসুস্থতা; নিজের অথবা ছেলে, মেয়ে, ভাই, বোনের বিয়ে; ছেলেমেয়ের উচ্চশিক্ষা; প্রাকৃতিক দুর্যোগ; প্রতিষ্ঠানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে যে ঋণ নেওয়া হবে তা নন-রিফান্ডেবল হবে।
4/5তাছাড়া কোনও শারীরিক প্রতিবন্ধী যদি সহায়ক যন্ত্র কেনেন; অবসরগ্রহণের এক বছর আগে অগ্রিম টাকা তোলা হলে; বরিষ্ঠ পেনশন বিমা যোজনায় বিনিয়োগ; কমপক্ষে এক মাস ধরে কর্মহীন অথবা করোনার প্রাদুর্ভাবের মতো কারণে যদি কোনও ইপিএফ গ্রাহক নিজের অ্যাকাউন্ট থেকে অগ্রিম টাকা তোলেন, তাহলে তাঁকে আর সেই টাকা ফেরত দিতে হবে না।
5/5নির্দিষ্ট পোর্টাল কিংবা উমঙ্গ অ্যাপের মাধ্যমে অগ্রিম টাকা তুলতে পারবেন একজন গ্রাহক।