Monalisa: ‘দুপুরের ঠাকুরপো’র ঝুমা বৌদিকে দেখে ‘বুড়ি’ বলছেন নেটিজেনরা। পর্দায় বিভিন্ন শেডের চরিত্রে অভিনয় করে দর্শকের মন জায়গা করে নিয়েছেন তিনি। বিখ্যাত টিভি সিরিয়ালেও কাজ করেছেন মোনালিসা। ভোজপুরী অভিনেত্রীর ছবিতে কটাক্ষের বন্যা।
1/5ভোজপুরি অভিনেত্রী মোনালিসা নেটদুনিয়ায় চর্চায় থাকেন তাঁর গ্ল্যামারাস লুক এবং বোল্ড অবতারের জন্য। সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড সক্রিয় অভিনেত্রী। প্রায়শই গ্ল্য়ামারাস এবং বোল্ড অবতারে ছবি এবং ভিডিয়ো শেয়ার করেন। (ছবি ইনস্টাগ্রাম)
2/5সদ্য ডিপনেক ক্রপটপ এবং পাজামা পরে নতুন কয়েকটি ছবি ইনস্টাগ্রামের পাতায় শেয়ার করেছেন মোনালিসা। চোখে আইলাইনার, গালে ব্লাশ, ঠোঁটে গাঢ় লিপস্টিক, ছবিতে চড়া মেকআপ করে ধরা দিয়েছেন অভিনেত্রী। তাঁর আগুন ঝরানো লুকে দেখে রীতিমতো ঘুম উড়েছে নেটিজেনের।
3/5কেউ কেউ অবশ্য কটাক্ষ করতে বাদ রাখেননি অভিনেত্রীকে। মোনালিসার এই ছবি দেখে এক নেটিজেনের মন্তব্য, ‘দিদি বুড়ি হয়ে গিয়েছ তুমি’। অপর এক নেটিজেনের মন্তব্য, 'বয়স্ক লাগছে’।
4/5ভোজপুরী বাঙালি অভিনেত্রী অন্তরা বিশ্বাস ওরফে মোনালিসা। দর্শকদের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয় ঝুমা বৌদি নামে। বিগ বস ১০-এর প্রতিযোগী মোনাসিলা।
5/5বিগ বসের ঘর থেকে বেরিয়ে এসে অভিনেতা বিক্রান্ত সিং রাজপুতকে বিয়ে করেন মোনালিসা। যদিও বিগ বসের ঘরেই বিক্রান্তের সঙ্গে সাত পাক ঘুরেছিলেন অভিনেত্রী। আপাতত মোনালিসার নতুন ছবি নিয়ে জোর চর্চা চলছে নেটদুনিয়ায়।