আবেদনের শুনানি আগামী মঙ্গলবার পর্যন্ত স্থগিত করেছে... more
আবেদনের শুনানি আগামী মঙ্গলবার পর্যন্ত স্থগিত করেছে সুপ্রিম কোর্ট। সোমবার SEBI আবেদনের শুনানির সময়ের অভাবের কারণে সম্ভব হয়নি।
1/5আদানির বিরুদ্ধে হিন্ডেনবার্গের স্টক কারচুপির অভিযোগের তদন্ত করতে আরও ৬ মাস সময় বাড়ানো হোক। সুপ্রিম কোর্টে এমনটাই আবেদন করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া(SEBI)। ফাইল ছবি: রয়টার্স (REUTERS)
2/5সেই আবেদনের শুনানি আগামী মঙ্গলবার পর্যন্ত স্থগিত করেছে সুপ্রিম কোর্ট। সোমবার SEBI আবেদনের শুনানির সময়ের অভাবের কারণে সম্ভব হয়নি। ফাইল ছবি: রয়টার্স (REUTERS)
3/5প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি পি এস নরসিমা এবং জে বি পারদিওয়ালার বেঞ্চ গত ১২ মে জানায়, স্টকের দামের কারচুপি এবং নিয়ন্ত্রক সংক্রান্ত তথ্য প্রকাশে ত্রুটির অভিযোগের তদন্ত শেষ করার জন্য SEBI-কে আরও তিন মাস সময় দেওয়ার কথা বিবেচনা করা হবে। ফাইল ছবি: রয়টার্স (REUTERS)
4/5এর জন্য প্রায় ৬ মাস সময় চেয়েছিল SEBI। আদালত শুক্রবার তদন্ত শেষ করার জন্য SEBI-কে আরও তিন মাস সময় দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল। ফাইল ছবি: এএফপি (REUTERS)
5/5সম্প্রতি SEBI আদানি-হিন্ডেনবার্গ অভিযোগের তদন্তের জন্য অতিরিক্ত সময় চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করে। তারা জানায়, সংস্থার লেনদেন অত্যন্ত জটিল হওয়ায় সেগুলি সঠিকভাবে ট্র্যাক করার জন্য আরও সময় প্রয়োজন। ফাইল ছবি: রয়টার্স (REUTERS)