এয়ার ইন্ডিয়াতে আন্তর্জাতিক যাত্রার ক্ষেত্রে এটি ... more
এয়ার ইন্ডিয়াতে আন্তর্জাতিক যাত্রার ক্ষেত্রে এটি অবশ্য বেশ চিন্তার বিষয়। গ্রীষ্মের মরসুমে শুধুমাত্র পর্যাপ্ত ক্রু-র অভাবে উড়ানের সংখ্যা কমানো হতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে।
1/5ডিসেম্বরে, এয়ার ইন্ডিয়া B787 বিমানের জন্য নিযুক্ত নতুন ক্রুর প্রশিক্ষণ শুরু করে। মার্কিনগামী এই বিমানের জন্য বর্তমানে ভিসার অপেক্ষায় কর্মীরা। সেই ফাঁকেই ট্রেনিং দেওয়া হচ্ছে তাঁদের। এই কর্মীদের কিছু আন্তর্জাতিক উড়ানেও কাজে লাগানো হতে পারে। ফাইল ছবি : এএনআই (Reuters)
2/5এয়ার ইন্ডিয়াতে আন্তর্জাতিক যাত্রার ক্ষেত্রে এটি অবশ্য বেশ চিন্তার বিষয়। গ্রীষ্মের মরসুমে শুধুমাত্র পর্যাপ্ত ক্রু-র অভাবে উড়ানের সংখ্যা কমানো হতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিক্সাবে) (Reuters)
3/5এখনও পর্যন্ত, মার্কিন যুক্তরাষ্ট্রে মোট ছয়টি সাপ্তাহিক উড়ান যায়। এর মধ্যে তিনটি নেওয়ার্ক এবং তিনটি সান ফ্রান্সিসকোর ক্ষেত্রে আগামী ২-৩ মাস ধরে ক্রু-র ঘাটতি চলতে পারে বলে মনে করা হচ্ছে। এমনটাই আশঙ্কা করছেন সংস্থার CEO ও MD ক্যাম্পবেল উইলসন। ফাইল ছবি: এপি (Reuters)
4/5এয়ার ইন্ডিয়ার দিল্লি থেকে সান ফ্রান্সিসকোর উড়ান তিন মাসেরও বেশি সময় ধরে বাতিল করা হতে পারে বলে মনে করা হচ্ছে। এর পাশাপাশি নেওয়ার্কের উড়ানও এক মাসের বেশি সময় ধরে বাতিল করা হতে পারে। মুম্বই থেকে নিউইয়র্কের ফ্লাইট মে মাসের জন্য বাতিল থাকতে পারে। সংস্থার আধিকারিকদের সূত্রে এই খবর পেয়েছে হিন্দুস্তান টাইমস। ফাইল ছবি: এপি (Reuters)
5/5এয়ার ইন্ডিয়া মার্কিন যুক্তরাষ্ট্রে ৪৭টি সাপ্তাহিক উড়ান চালনা করে। এর মধ্যে ৭টি শিকাগো, ১৪টি নিউ ইয়র্ক, ৬ টি নেওয়ার্ক, ১৭টি সান ফ্রান্সিসকো এবং ৩টি ডালেসে। ফাইল ছবি: রয়টার্স (Reuters)