মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্তে এন্টারটেইনমেন্ট কনসার্টে যোগ দিতে সোমবার গভীর রাতে মার্কিন মুলুকে উড়ে গিয়েছেন অক্ষয় কুমার, মৌনি রায়, দিশা পাটানি এবং সোনম বাজওয়া। বিমানবন্দরে পাপারাৎজ্জির লেন্সবন্দি হন চার বলি তারকা। আইকনিক ড্যান্স স্টাইলে প্রবাসী ভারতীয়দের মনোরঞ্জন করবেন তারকার।
1/6বিদেশে কনসার্টের জন্য উড়ে যাচ্ছেন বলি তারকারা। 'দ্য এন্টারটেইনমেন্ট কনসার্ট' নিয়ে শোনা যাচ্ছে নানান গুঞ্জন। এরই মধ্যে বলি তারকারা আমেরিকার নিউ জার্সিতে আয়োজিত ট্যুরের জন্য উড়ে গেলেন। অক্ষয় কুমার, মৌনি রায়, দিশা পাটানি এবং সোনম বাজওয়া সোমবার গভীর রাতে মুম্বই বিমানবন্দরে পাপারাৎজ্জির লেন্সবন্দি হন। (ছবি এইচটি বাংলা)
2/6জানা যাচ্ছিল, এই শোয়ের অংশ হতে পারেন নোরা ফাতেহি এবং অপারশক্তি খুরানাও। তবে মুম্বই বিমাবনবন্দরে এদিন তাঁদের দেখা মেলেনি। পাপারৎজ্জির সামনে একসঙ্গে পোজ দেন অক্ষয় কুমার, মৌনি রায়, দিশা পাটানি এবং সোনম বাজওয়া।
3/6সাদা সরু ফিতের টাইট ফইট টপ, নীল-সাদা পালাজো এবং নীল রঙের জ্যাকেট পরে ধরা দেন অভিনেত্রী মৌনি রায়।
4/6এ দিন বিমানবন্দরে মাথা থেকে পা পর্যন্ত কালো পোশাকে ধরা দেন অক্ষয় কুমার। কালো ফুলহাতা টি-শার্টের সঙ্গে কালো প্যান্ট, কালো জুতো এবং চোখে কালো সানগ্লাস পরে ধরা দেন অভিনেতা।
5/6সাদা পোশাকে উজ্জ্বল লুকে ধরা দেন অভিনেত্রী দিশা পাটানি। সাদা ক্রপ টপের সঙ্গে সাদা ট্র্যাক প্যান্ট, সাদা কনভার্স, খোলা চুলে খুব ক্যাজুয়াল আউফিটে বিমানবন্দরে ধরা দেন দিশা।
6/6অন্যদিকে কালো ক্রপ টপের উপর কালো লেদারের জ্যাকেট, নীল জিনস, সাদা ব্যুটে ধরা দেন সোনম বাজওয়া।