সময়ের সঙ্গে ভারতে দামি, রিফাইন্ড মদের চাহিদা বাড়ছ... more
সময়ের সঙ্গে ভারতে দামি, রিফাইন্ড মদের চাহিদা বাড়ছে। আর সেই কারণেই তুলনমূলকভাবে বেশি দামি মদের বিক্রি বৃদ্ধি পেয়েছে। হুইস্কি, ব্র্যান্ডি, রাম, জিন, ভদকার মতো মদের দাম আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে। আর পাল্লা দিয়ে বেড়েছে চাহিদা।
1/5দাম বৃদ্ধি পেলেও ভারতে মদের বিক্রি আরও বৃদ্ধি পেয়েছে। এক সাম্প্রতির রিপোর্টে এমনটাই উল্লেখ করা হয়েছে। এই সময়ের প্রতিবেদন অনুযায়ী, গত অর্থবর্ষে দেশে প্রায় ৪০ কোটি মদের বাক্স বিক্রি হয়েছে। বোতল হিসাবে ধরলে, প্রায় ৪৭৫ কোটি বোতল মদ বিক্রি হয়েছে ভারতে। ফাইল ছবি: ফ্রিপিক (PTI)
2/5সময়ের সঙ্গে ভারতে দামি, রিফাইন্ড মদের চাহিদা বাড়ছে। আর সেই কারণেই তুলনমূলকভাবে বেশি দামি মদের বিক্রি বৃদ্ধি পেয়েছে। হুইস্কি, ব্র্যান্ডি, রাম, জিন, ভদকার মতো মদের দাম আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে। আর পাল্লা দিয়ে বেড়েছে চাহিদা। ফাইল ছবি: ফ্রিপিক (PTI)
3/5মদ বিক্রির নিরিখে সবচেয়ে বেশি চাহিদা হুইস্কির। ভারতের মদের বাজারের মোট বিক্রির প্রায় ৬৬%-ই হুইস্কি থেকে আসে। গত অর্থবর্ষে এই হুইস্কির বিক্রি প্রায় ১১.৪% বৃদ্ধি পেয়েছে। ফাইল ছবি: পিক্সাবে (PTI)
4/5চাহিদার দিক দিয়ে হুইস্কির পরেই স্থান ব্র্যান্ডির। মোট মদ বিক্রির ২১% ব্র্যান্ডি। ব্র্যান্ডির বিক্রিও বৃদ্ধি পেয়েছে। প্রায় ১২% বেড়েছে সেল। বেড়েছে ভদকা ও জিনের চাহিদাও। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই) (PTI)
5/5গত অর্থবর্ষে অ্যলাইড ব্লেন্ডারস-এর ব্যবসা প্রায় ১৫% বৃদ্ধি পেয়েছে। ২০২২-২৩ অর্থবর্ষে ভারতের প্রায় ১২টি রাজ্যে মদের দাম বাড়ানো হয়েছে। কেরলসহ দক্ষিণের বেশ কিছু রাজ্য, রাজস্থানে মদের দাম বৃদ্ধি করা হয়েছে। অন্যদিকে মদ বিক্রিতে এগিয়ে থাকা তেলেঙ্গানাতে গত সপ্তাহে মদের দাম হ্রাস করা হয়েছে। ফাইল ছবি: টুইটার (PTI)