Amrish Puri Daughter Namrata Puri Photos: বলিউডের প্রথম সারির ভিলেনের তালিকায় নাম আসে অমরীশ পুরীর। আজও বলিউডে এমন কোনও ভিলেন আসেনি, যে অভিনেতার ঘাটতি পূরণ করতে পারে। এখনও দর্শকদের প্রিয় ভিলেন তিনি। অভিনেতার পরিবার এবং মেয়ে নম্রতা পুরী আগাগোরাই লাইমলাইট থেকে দূরে থাকেন। অমরীশ পুরীর মেয়েকে চেনেন?
1/5এক সময় বলিউডের সেরা খলনায়কের তালিকায় নাম আসত অভিনেতা অমরীশ পুরীর। খলনায়ক হয়ে গোটা বলিউডে রাজত্ব চলিয়েছেন তিনি। চমৎকার অভিনয়ের জন্য গোটা বিশ্বে তিনি পরিচিত। খলনায়ক হিসেবেই দর্শকের মনে জায়গা পাকা করে নিয়েছিলেন। তবে অভিনেতার পরিবার এবং মেয়ে নম্রতা পুরী আগাগোরাই লাইমলাইট থেকে দূরে থাকেন।
2/5অভিনেতা অমরীশ পুরী কন্যা নম্রতা পুরী। বিনোদন জগত থেকে দূরে থাকলেও, বেশিরভাগ সময়ই কোনও না কোনও কারণে খবরে থাকেন। অভিনয় জগৎ থেকে দূরে থাকলেও সোশ্যাল মিডিয়ায় বেশ পরিচিত নাম নম্রতা।
3/5সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয় নম্রতা। সৌন্দর্য এবং ফ্য়াশনের মামলায় বলিউডের কোনও অভিনেত্রীর থেকে কম নন তিনি।।
4/5পোশায় সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার নম্রতা। ফ্যাশনেকর মামলায়ও তিনি খ্যাত। সৌন্দর্য ও ফ্যাশনের দিক থেকে বলিউডের অনেক অভিনেত্রীকে হার মানাতে পারেন তিনি।
5/5নম্রতা ইন্ডাস্ট্রির অন্যতম নামী ফ্য়াশন ডিজাইনার। অনেক সেলিব্রিটি তাঁর ডিজাইন করা পোশাক পরেন। আড়ম্বরপূর্ণ এবং বিলাসবহুল জীবনযাপনের জন্য তিনি চর্চায় থাকেন। নম্রতার সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই সে বিষয় নজরে আসে।