মঙ্গলবার ব্যান্ডেল স্টেশনের পুনর্নির্মাণের বিষয়ে দিল্লির এক সংস্থা প্রেজেন্টেশন দেয়। জেনারেল ম্যানেজার ও অন্য রেল আধিকারিকরা পুরোটা খতিয়ে দেখেন। এর রেলকর্তা জানিয়েছেন, এদিন ডিজাইন, কী কী বিশ্বমানের সুযোগ-সুবিধা প্রদান করা হবে, সেই সকল বিষয়ে আলোচনা হয়েছে।
1/5ব্যান্ডেল স্টেশন না বার্লিন তা ধরতে পারবেন না। শুনে অবাক লাগছে? কিন্তু এটাই বাস্তব করতে চলেছে রেল। মাত্র কয়েক বছরের অপেক্ষা। দেশের অন্যতম অত্যাধুনিক স্টেশন হিসাবে নতুন করে গড়ে তোলা হবে ব্যান্ডেলকে। ইতিমধ্যেই পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুণ অরোরার নেতৃত্বে রেলের বড় কর্তারা কাজ শুরু করেছেন। মঙ্গলবার ৩৪৯ কোটি টাকার এই 'মেকওভার' প্রকল্পের দ্রুত বাস্তবায়ন নিয়ে আলোচনায় বসেন তাঁরা। ফাইল ছবি: ভারতীয় রেল (Indian Railways)
2/5হাওড়া এবং শিয়ালদহ টার্মিনালের একটি গুরুত্বপূর্ণ সংযোগকারী ব্যান্ডেল। পুরানো জুবিলি সেতুর একটি রেপ্লিকা-সহ একটি নতুন স্টেশন বিল্ডিং গড়ে তোলা হবে। এর পাশাপাশি বেশ কিছু আধুনিক স্টেশনের সুযোগ-সুবিধা প্রদানের ব্যবস্থা করা হবে। থাকবে বিস্তীর্ণ পার্কিং, বাগান। স্টেশনের প্রস্তাবিত প্ল্যানের থ্রি-ডি রেন্ডারিং সত্যিই অবাক করার মতো। ফাইল ছবি: এডম্যাক (Indian Railways)
3/5মঙ্গলবার ব্যান্ডেল স্টেশনের পুনর্নির্মাণের বিষয়ে দিল্লির এক সংস্থা প্রেজেন্টেশন দেয়। জেনারেল ম্যানেজার ও অন্য রেল আধিকারিকরা পুরোটা খতিয়ে দেখেন। এর রেলকর্তা জানিয়েছেন, এদিন ডিজাইন, কী কী বিশ্বমানের সুযোগ-সুবিধা প্রদান করা হবে, সেই সকল বিষয়ে আলোচনা হয়েছে। ফাইল ছবি: এডম্যাক (Indian Railways)
4/5ব্যান্ডেল পূর্ব রেলের ব্যস্ততম জংশন স্টেশনগুলির মধ্যে অন্যতম। এটি হাওড়া এবং শিয়ালদহ টার্মিনালের মধ্যে সংযোগকারী লিঙ্ক হিসাবে কাজ করে। দূরপাল্লা এবং লোকাল যাত্রীবাহী ট্রেন চলাচলের জন্য এই স্টেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই স্টেশন থেকে আরও অন্যদিকে বহু মানুষ যাত্রা করেন। তাছাড়া পর্যটনের কারণেও ব্যান্ডেলে আসেন অনেকে। ব্যান্ডেলে বিশ্বের বৃহত্তম রেলওয়ে ইন্টারলকিং সিস্টেম রয়েছে। ফাইল ছবি: এডম্যাক (Indian Railways)
5/5ব্যান্ডেল স্টেশনকে একটি আধুনিক মানের স্টেশন হিসাবে ভাবা হচ্ছে। ফলে যাত্রীদের স্বাচ্ছন্দ্যকে আরও বেশি করে গুরুত্ব দেওয়া হবে। থাকবে কিডস প্লে জোন, ফার্মেসি, ফুড প্লাজা, মাল্টি-লেয়ার পার্কিং ওয়াইফাই-এর মতো সুবিধা। ফাইল ছবি: এডম্যাক (Indian Railways)