নয়া আবগারি নীতিতে সবুজ সংকেত দিয়েছে হরিয়ানার মন্ত্... more
নয়া আবগারি নীতিতে সবুজ সংকেত দিয়েছে হরিয়ানার মন্ত্রিসভা। আর তাতে বলা হয়েছে, রাজ্যের যে অফিসে অন্তত ৫.০০০ কর্মী রয়েছে, সেখানে মদ সার্ভ করা যাবে। তবে শুধু তাই নয়।
1/5অফিসের মধ্যেই সার্ভ করা যাবে মদ। খালি অফিসটা বড় হলেই হল। বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ, এমনই আজব নিয়ম চালু হল হরিয়ানায়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিক্সাবে) (Pixabay)
2/5নয়া আবগারি নীতিতে সবুজ সংকেত দিয়েছে হরিয়ানার মন্ত্রিসভা। আর তাতে বলা হয়েছে, রাজ্যের যে অফিসে অন্তত ৫.০০০ কর্মী রয়েছে, সেখানে মদ সার্ভ করা যাবে। তবে শুধু তাই নয়। ফাইল ছবি: ফ্রিপিক (Pixabay)
3/5লিজ বা সংস্থার মালিকানার অধীনে অন্তত ১ লক্ষ স্কোয়ার-ফুট জমি, অফিস থাকা আবশ্যিক। তবেই সেই মদ সার্ভ করা যাবে অফিস প্রাঙ্গনে। ক্যান্টিন এরিয়া অন্তত ২,০০০ স্কোয়ার ফিটের হতে হবে। ফাইল ছবি: ফ্রিপিক (Pixabay)
4/5তবে আরও একটি শর্ত রয়েছে, মদের নয়া নীতি অনুসারে, কর্পোরেট অফিসের প্রাঙ্গনে শুধুমাত্র কম অ্যালকোহল কন্টেন্ট পানীয়ের জন্য লাইসেন্স (L-10F) প্রদান করা হবে। ফাইল ছবি: ইনস্টাগ্রাম (Pixabay)
5/5অর্থাত্, শুধুমাত্র বিয়ার, ওয়াইন জাতীয় মদই সার্ভ করা যাবে। হুইস্কি বা ভদকার মতো বেশি অ্যালকোহল আছে, এমন মদ পরিবেশনের অনুমতি দেওয়া হবে না। ফাইল ছবি: পিক্সাবে (Pixabay)