ভারতের স্টার্টআপ, আইটি-র প্রাণকেন্দ্র বেঙ্গালুরুর ... more
ভারতের স্টার্টআপ, আইটি-র প্রাণকেন্দ্র বেঙ্গালুরুর ঘটনা এটি। বিষয়টি চোখে পড়ে এক যুবকের। গাড়ি থেকে সেই ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি।
1/5বেসরকারি কর্মীদের 'অফিস আওয়ার' বলে কিছু হয় না। বস যখন কাজ দেবেন, তখনই 'অফিস আওয়ার্স'। সেই কঠিন বাস্তবই ফুটে উঠল এক ছবিতে। বাইক ট্যাক্সিতে অফিস যাওয়ার পথেও ল্যাপটপ খুলে কাজ করতে দেখা গেল এক মহিলাকে। ফাইল ছবি: টুইটার (Twitter)
2/5ভারতের স্টার্টআপ, আইটি-র প্রাণকেন্দ্র বেঙ্গালুরুর ঘটনা এটি। বিষয়টি চোখে পড়ে এক যুবকের। গাড়ি থেকে সেই ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। ফাইল ছবি: টুইটার (Twitter)
3/5অনেকেই এটিকে ভারতের বেসরকারি কর্মীদের করুণ অবস্থার প্রতিচ্ছবি বলে তুলনা করেছেন। সৌরভ বসু রায় নামের এক জনৈক টুইটার ব্যবহারকারী লিখেছেন, কতটা চাপ খালি ভাবুন। দিনে ১০ ঘণ্টা কাজ করেও শান্তি নেই। তারপরেও যাতায়াতের সময়ে তাঁকে কাজ করতে হচ্ছে। ফাইল ছবি: টুইটার (Twitter)
4/5বেঙ্গালুরুতে যদিও এটি খুব সাধারণ। দেশের আইটি হাব বেশ সাজানো গোছানো। বড়-বড় বিল্ডিং, নামী-দামি রেস্তোরাঁ, রাস্তায় বিলাসবহুল গাড়ি। কিন্তু সেখানের ট্রাফিক ব্যবস্থাও ততটাই পিছিয়ে। ফলে অফিস যাতায়াতে অনেকটাই সময় লাগে। সেই সময়টা কাজে লাগাতে অনেকেই অটো, ট্যাক্সি, এমনটি মোটরসাইকেলের পিছনে বসে ল্যাপটপ খুলে কাজ শুরু করতে বাধ্য হন। ফাইল ছবি: টুইটার (Twitter)
5/5এর আগে এপ্রিলেও এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল। তাতে এক ব্যক্তিতে সিনেমা হলে গিয়ে থিয়েটারে বসেই ল্যাপটপ খুলে কাজ করতে দেখা গিয়েছিল। ফাইল ছবি: টুইটার (Twitter)