ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল বাংলাদেশের গুলিস্তান। বিধ্বস্ত বাণিজ্যিক ভবন। মৃত্যুর সংখ্য়া বাড়ছে।
1/7বাংলাদেশের ঢাকার গুলিস্তানে ভয়াবহ বিস্ফোরণ। অন্তত ১৬জন মারা গিয়েছেন বলে খবর। ঢাকা মেডিক্যাল কলেজের পরিচালক কর্নেল মো নাজমুল হক জানিয়েছেন একথা। তবে মৃতের সংখ্য়া বাড়তে পারে। আহত হয়েছেন শতাধিক। (Photo by Rehman Asad / AFP) (REUTERS)
2/7 একের পর এক আহতকে বের করে আনা হচ্ছে ধ্বংসস্তুপ থেকে। কারোর মাথা ফেেট গিয়েছে। কারোর সারা শরীরে আঘাত। সিদ্দিকি বাজারের ভয়াবহ বিস্ফোরণে জেরে আতঙ্ক গোটা বাংলাদেশ জুড়ে। (Photo by AFP) (REUTERS)
3/7মঙ্গলবার বিকেল ৪টে ৫০ নাগাদ বিস্ফোরণ হয়। বিরাট বিস্ফোরণ। গোটা বাণিজ্যিক বিল্ডিং ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। সদা ব্যস্ত ঢাকার গুলিস্তানে এই ভয়াবহ ঘটনা। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার জানিয়েছেন, ফায়ার সার্ভিসের ইউনিট একের পর এক আহতকে উদ্ধার করেছে. AP/PTI (REUTERS)
4/7ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার জানিয়েছেন, গুলিস্তান বিআরটিসি কাউন্টারের দক্ষিণ পাশে ৫ তলা ভবন। নীচের তলায় স্য়ানিটারি দোকান, বাকি ফ্লোরগুলি ব্যাঙ্ক ও অন্যান্য অফিস ছিল। তবে কোনও ভবনই ধসে পড়েনি। AP/PTI (REUTERS)
6/7ওই বিল্ডিংয়ের কাছেই বাসের কাউন্টার রয়েছে। কাছে একটা ব্যাঙ্কের শাখাও রয়েছে। পুলিশ ইনস্পেক্টর বাচ্চু মিঁয়া সংবাদ সংস্থাকে জানিয়েছেন, অন্তত ৪৫জনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। দুজন মহিলারও মৃত্যু হয়েছে। (AP Photo) (REUTERS)
7/7যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে। একের পর এক আহতকে বাইরে বের করে আনা হচ্ছে। কিন্তু কোনও জঙ্গিগোষ্ঠী এই বিস্ফোরণের পেছনে রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। গোটা এলাকায় নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে। তবে বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। REUTERS/Mohammad Ponir Hossain (REUTERS)