সম্প্রতি এক অবসরপ্রাপ্ত ব্যক্তির একটি ভিডিয়ো ভাইরা... more
সম্প্রতি এক অবসরপ্রাপ্ত ব্যক্তির একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। তাতে দেখানো হয়েছে, মাসে ১০০ ইউয়ান বা ১৪.৫০ মার্কিন ডলারের পেনশন দিয়ে একজন অবসরপ্রাপ্ত ব্যক্তি কী কী মুদি দ্রব্য কিনতে পারেন। NYT-এর দাবি, এরপরেই চিনা কর্তৃপক্ষ ভিডিয়োটি ডিলিট করিয়ে দেয়।
1/5দেশের দারিদ্র লুকিয়ে রাখতে চাইছে বেজিং। আর সেই কারণেই নাকি দারিদ্র তুলে ধরে, এমন সংবাদ প্রতিবেদন, ভিডিয়ো নিষিদ্ধ করে দেয় চিনা সরকার। সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসের এক রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে। ফাইল ছবি: রয়টার্স (Reutes)
2/5সম্প্রতি এক অবসরপ্রাপ্ত ব্যক্তির একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। তাতে দেখানো হয়েছে, মাসে ১০০ ইউয়ান বা ১৪.৫০ মার্কিন ডলারের পেনশন দিয়ে একজন অবসরপ্রাপ্ত ব্যক্তি কী কী মুদি দ্রব্য কিনতে পারেন। NYT-এর দাবি, এরপরেই চিনা কর্তৃপক্ষ ভিডিয়োটি ডিলিট করিয়ে দেয়। ফাইল ছবি: রয়টার্স (Reutes)
3/5নিউ ইয়র্ক টাইমসের দাবি, দেশের দারিদ্র, তরুণদের দুরাবস্থা নিয়ে গান বেঁধেছিলেন এক গায়ক। সেই গানও নাকি নিষিদ্ধ করা হয়েছে বলে দাবি করা হয়েছে। ওই গায়কের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যান করে দেওয়া হয় বলে দাবি NYT-এর। ফাইল ছবি: রয়টার্স (Reutes)
4/5২০২১ সালে শি জিনপিং 'দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধে ব্যাপক বিজয় মিলেছে' বলে ঘোষণা করেছিলেন। তা সত্ত্বেও অনেক ব্যক্তিই দারিদ্রের মধ্যে রয়েছেন। দেশের অর্থনৈতিক উন্নতির সোপানে এই দারিদ্র কাঁটা হতে পারে চিনের। ফাইল ছবি: রয়টার্স (Reutes)
5/5যদিও চিনা সমালোচকদের মতে, খোদ মার্কিন মুলুকেই অর্থনীতির অবস্থা খারাপ। আয়ের বৈষম্য তুঙ্গে। এমতাবস্থায় দ্রুত হারে এগিয়ে যাওয়া চিনকে 'টার্গেট' করা হচ্ছে। ফাইল ছবি: রয়টার্স (Reutes)