Dol 2023 use colours with caution: আবিরেও এখন কমবেশি রাসায়নিক মেশানো হয়। সেই কেমিক্যাল থেকে বড় রোগ হতে পারে। কোন কোন রোগের আশঙ্কা আছে জানেন?
1/6দোলের দিন অল্প আবির না খেললেই নয়। কিন্তু আবিরের মধ্যেও আজকাল ক্ষতিকর রাসায়নিক মেশানো হয়। এর থেকে বিভিন্ন শারীরিক সমস্যা হতে পারে। কী কী সমস্যা হতে পারে, জেনে রাখা ভালো। (Vijay Gohil)
2/6আগেকার দিনে আবির প্রাকৃতিক রঙ দিয়ে তৈরি হত। ফুল, মশলা ও গাছের থেকে এই আবির তৈরি করা হত। বর্তমানে প্রাকৃতিক রঙ সেভাবে ব্যবহার করা হয় না। বরং রাসায়নিকই বেশি ব্যবহার করা হয়। (Vijay Gohil)
3/6এখনকার রঙে অনেক বেশি কাঁচের গুঁড়ো, অ্যাসবেসটস, মাইকা ব্যবহার করা হয়। যা থেকে কান, নাক গলার সমস্যা হতে পারে। (Vijay Gohil)
4/6আবিরের রঙ নাকে ঢুকলে শ্বাস নিতে কষ্ট হতে পারে। একবার রঙ ঢুকলে সেই আবির সরাসরি সাইনাসে গিয়ে অস্বস্তির কারণ হয়। শ্বাসকষ্ট থেকে হাঁচি সর্দি শুরু হয়। (Vijay Gohil)
5/6রঙ কোনওভাবে কান, নাক বা গলায় গেলে তা থেকে গুরুতর প্রদাহ হয়। কান বা গলায় গেলে তা থেকে সংক্রমণ হতে পারে। শোনার ক্ষমতা কমে যেতে পারে। (Vijay Gohil)
6/6রঙের রাসায়নিক থেকে ত্বকের ক্ষতি হতে পারে। যাদের ত্বকে অল্পেই অ্যালার্জি হয়, তাদের এই ব্যাপারে সাবধান থাকা উচিত। কখনও কখনও চর্মরোগ গুরুতর আকার নেয়। (Vijay Gohil)