Underwater metro tunnel: 'রেকর্ড' গড়ল ইস্ট-ওয়েস্ট... more
Underwater metro tunnel: 'রেকর্ড' গড়ল ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডর ‘আন্ডারওয়াটার’ টানেল। ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরে সেই টানেলের মধ্যে দিয়ে ট্রেন ছুটবে। যা ভারতের প্রথম ‘আন্ডারওয়াটার’ টানেল হতে চলেছে। যেখান দিয়ে কোনও পরিবহণের মাধ্যম ছুটবে।
1/5‘আন্ডারওয়াটার টানেল' দিয়ে ছুটতে চলেছে মেট্রো। ইস্ট-ওয়েস্ট মেট্রো লাইনের ট্রেন সেই টানেল দিয়ে যাতায়াত করবে। যা পরিবহণের জন্য ভারতের প্রথম ‘আন্ডারওয়াটার টানেল’ হতে চলেছে। ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, রেকর্ড ৬৬ দিনে গঙ্গার নীচে সেই টানেল তৈরির কাজ শেষ হয়েছে। যে টানেল নদীগর্ভের ১৩ মিটার নীচে অবস্থিত। (ছবি সৌজন্যে কলকাতা মেট্রো)
2/5গঙ্গার পশ্চিম তীরে অবস্থিত হাওড়া স্টেশন কমপ্লেক্সের সঙ্গে পূর্ব তীরে অবস্থিত আর্মেনিয়ান ঘাটকে যুক্ত করবে ভারতের প্রথম ‘আন্ডারওয়াটার টানেল’। কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, মেট্রো পরিষেবা চালু হয়ে গেলে বিশ্বের অন্যতম গভীরতম স্টেশন হতে চলেছে হাওড়া স্টেশন। যা মাটির ৩০ মিটার গভীরে অবস্থিত। (ছবি সৌজন্যে কলকাতা মেট্রো)
3/5ইস্ট-ওয়েস্ট মেট্রোর (গ্রিন লাইন) মোট দৈর্ঘ্য ১৬.৬ কিলোমিটার। সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানকে জুড়বে। সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা মেট্রো স্টেশন পর্যন্ত ৯.৩ কিমি অংশে ইতিমধ্যে বাণিজ্যিক পরিষেবা শুরু হয়ে গিয়েছে। চলতি বছরের মধ্যেই হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত পরিষেবা শুরু হয়ে যাবে বলে আশা করছে মেট্রো। ওই এসপ্ল্যানেড স্টেশনেই নর্থ-সাউথ করিডর মেট্রোর সঙ্গে ইস্ট-ওয়েস্ট মেট্রোর ইন্টারচেঞ্জিং স্টেশন হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে কলকাতা মেট্রো)
4/5সূত্রের খবর, আগামী এপ্রিলে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত অংশে মেট্রোর ট্রায়াল হতে পারে। সেইসময় গঙ্গার নীচ দিয়ে পরীক্ষামূলকভাবে মেট্রো ছুটবে। প্রাথমিকভাবে তিনদিনের ট্রায়াল রান হবে। তারপর আগামী জুলাইয়ে বাণিজ্যিক পরিষেবার জন্য ওই অংশ পুরোপুরি তৈরি হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। (ছবিটি প্রতীকী)
5/5এমনিতে চলতি মাসের শুরুতে মেট্রো রেলওয়ের জেনারেল ম্যানেজার জানিয়েছিলেন, যদি শিয়ালদা-এসপ্ল্যানেড অংশের কাজ শেষ না হয়, তাহলে চলতি বছরের মধ্যে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রোর পরিষেবা শুরু হয়ে যাবে। ওদিকে সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত মেট্রো ছুটবে। বউবাজারে শিয়ালদা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রোর কাজ ধাক্কা খেয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)