EPFO extends deadline for higher pension: গ্রাহকদের জন্য বড় সুখবর শোনাল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (ইপিএফও)। যাঁরা বেশি পেনশনের জন্য আবেদন করতে চান, তাঁদের হাতে বাড়তি সময়সীমা দেওয়া হল। অর্থাৎ আরও বেশিদিন তাঁরা আবেদন করতে পারবেন।
1/4আরও বেশি পেনশন চান? সেজন্য আবেদনের সময়সীমা ৬০ দিন বাড়াল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (ইপিএফও)। প্রাথমিকভাবে ৩ মার্চ পর্যন্ত নিজেদের নিয়োগকারীর সঙ্গে বেশি পেনশনের সুবিধা পাওয়ার জন্য ইপিএফওয়ের সমস্ত যোগ্য সদস্যরা আবেদন করতে পারবেন বলে জানানো হয়েছিল। এবার সেই সময়সীমা বাড়িয়ে আগামী ৩ মে পর্যন্ত করা হয়েছে। ইপিএফওয়ের পোর্টালেও সেই তথ্য দেখানো হচ্ছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে মিন্ট)
2/4গত বছরের ৪ নভেম্বর ইপিএফওকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, বেশি পেনশনের সুবিধা পাওয়ার জন্য আবেদনের ক্ষেত্রে সদস্যদের চার মাস দিতে হবে। সেই চার মাসের সময়সীমা শেষ হচ্ছিল ৩ মার্চ। সেই পরিস্থিতিতে অনেকের ধারণা ছিল যে ৩ মার্চ পর্যন্ত বেশি পেনশনের জন্য আবেদনের সুযোগ মিলবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
3/4ইতিমধ্যে ২০১৪ সালের এমপ্লয়িজ পেনশন (সংশোধনী) বৈধতা বজায় রেখেছে সুপ্রিম কোর্ট। গত বছর নভেম্বরের রায়ে সেই বৈধতা বজায় রাখা হয়। ২০১৪ সালের ২২ অগস্ট ইপিএসের সংশোধনীতে পেনশনযোগ্য আয়ের সীমা ৬,৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৫,০০০ টাকা করা হয়েছিল। সেইসঙ্গে নিয়োগকারীর পাশাপাশি নিজের আসল বেতনের (যদি সীমা পেরিয়ে যায়) ৮.৩৩ শতাংশ অর্থ ইপিএসে প্রদান করার ছাড়পত্র দেওয়া হয়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)
4/4গত সপ্তাহে একটি নয়া প্রক্রিয়া চালু করেছে ইপিএফও। যে প্রক্রিয়ার মাধ্যমে এমপ্লয়িজ পেনশন স্কিমের (এনপিএস বা Employees' Pension Scheme) আওতায় গ্রাহক এবং তাঁদের নিয়োগকারীর যৌথভাবে বেশি পেনশনের জন্য আবেদন করতে পারবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)