ভারতে স্ট্রিমিং পরিষেবা থেকে Netflix যা আয় করছে, ত... more
ভারতে স্ট্রিমিং পরিষেবা থেকে Netflix যা আয় করছে, তার উপর কর আরোপ করা হবে। এমনই পরিকল্পনা নিয়ে আলোচনা করছে ভারত সরকার।
1/5ভারতে স্ট্রিমিং পরিষেবা থেকে Netflix যা আয় করছে, তার উপর কর আরোপ করা হবে। এমনই পরিকল্পনা নিয়ে আলোচনা করছে ভারত সরকার। ফাইল ছবি: নেটফ্লিক্স (reuters)
2/5এই বিষয়ে দুই ওয়াকিবহাল সূত্রের বরাত দিয়ে ইকোনমিক্স টাইমসে এমনই রিপোর্ট প্রকাশিত হয়েছে। বৈদ্যুতিক বাণিজ্য পরিষেবা প্রদানের জন্য এই প্রথম ভারতে কোনও বিদেশি ডিজিটাল সংস্থার উপর কর আরোপের বিষয়ে ভাবা হচ্ছে। ফাইল ছবি : রয়টার্স (reuters)
3/5নিয়ম অনুযায়ী কোনও মার্কিন সংস্থা ভারতে ব্যবসা করলে সেটির ভারতে দফতর থাকতে হবে। সেক্ষেত্রে সেই সংস্থার ভারত থেকে আয়ের উপর কর প্রযোজ্য। ফাইল ছবি: নেটফ্লিক্স (reuters)
4/5খসড়া নির্দেশিকা অনুযায়ী, Netflix-এর ভারতের স্থায়ী প্রতিষ্ঠান (PE) ভারতে তাদের স্ট্রিমিং পরিষেবার মাধ্যমে যে কর অর্জন করছে, তা কর মূল্যায়ন নিয়মের আওতাভুক্ত। ফাইল ছবি: এপি (reuters)
5/5Netflix Inc-এর পরিষেবা সাপোর্ট করার জন্য ভারতে তাদের দফতরে কিছু কর্মী রয়েছে। ফলে নিয়ম অনুযায়ী করের প্রতি দায়বদ্ধ নেটফ্লিক্স। ফাইল ছবি: রয়টার্স (reuters)