অল্প সময়ের মধ্যেই মাল্টিব্যাগার Goyal Aluminiums BSE-তে ১০০ শতাংশেরও বেশি বেড়েছে। গত পাঁচ বছরে, এই স্টকটি প্রায় ১১.৫০ টাকা থেকে ২৮০ টাকা পর্যন্ত বেড়ে গিয়েছে। এটি শেয়ারহোল্ডারদের ২,৩০০%-এরও বেশি রিটার্ন দিয়েছে। কিন্তু হঠাত্ এই শেয়ারের দাম বৃদ্ধির কারণ কী?
1/5Multibagger stock: গত ছয় মাসে স্টক মার্কেটের অন্যতম মাল্টিব্যাগার শেয়ারের শিরোপা পেয়েছে Goyal Aluminiums Ltd। প্রায় ৪০০ কোটি টাকার মার্কেট ক্যাপিটাল-সহ এই স্মল-ক্যাপ স্টকটিই বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটিয়েছে। মাত্র ৬ মাসেই টাকা দ্বিগুণ করে দিয়েছে এই শেয়ার। ফাইল ছবি : রয়টার্স (Reuters)
2/5এই অল্প সময়ের মধ্যেই মাল্টিব্যাগার স্টকটি BSE-তে ১০০ শতাংশেরও বেশি বেড়েছে। গত পাঁচ বছরে, এই স্টকটি প্রায় ১১.৫০ টাকা থেকে ২৮০ টাকা পর্যন্ত বেড়ে গিয়েছে। এটি শেয়ারহোল্ডারদের ২,৩০০%-এরও বেশি রিটার্ন দিয়েছে। ফাইল ছবি: রয়টার্স (Reuters)
3/5কিন্তু হঠাত্ এই শেয়ারের দাম বৃদ্ধির কারণ কী? Wroley E India নামের এক নতুন সংস্থার মাধ্যে EV ব্যবসায় প্রবেশ করতে চলেছে Goyal Aluminiums। ইলেকট্রিক যানবাহনই ভবিষ্যত বলে মনে করা হচ্ছে। বৈদ্যুতিক স্কুটার তৈরি করবে নতুন সংস্থাটি। বাজারে এই খবর ছড়িয়ে পড়াতেই এই শেয়ারের দাম এত লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পেয়েছে। (ছবি সৌজন্য পিটিআই) (Reuters)
4/5ইতিমধ্যেই বাজারে আসার প্ল্যান ছকে ফেলেছে Wroley E India। চলতি বছর এপ্রিলে উচ্চ-গতির বৈদ্যুতিক স্কুটার চালু করার পরিকল্পনা রয়েছে সংস্থার। ইতিমধ্যেই সেন্ট্রাল ইনস্টিটিউট অফ রোড ট্রান্সপোর্ট (CIRT) থেকে অনুমোদন পেয়ে গিয়েছে তারা। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই) (Reuters)
5/5গত এক মাসে, এই শেয়ার মাত্র ২১৪ টাকা থেকে ২৮০ টাকায় পৌঁছে গিয়েছে। এই সময়ে শেয়ারটি প্রায় ৩০%-এরও বেশি বৃদ্ধি পেয়েছে। গত ছয় মাসে, এই স্মল-ক্যাপ স্টকটি শেয়ার প্রতি ৯০ টাকার স্তর থেকে বেড়ে ২৮০ টাকা হয়ে গিয়েছে। অর্থাত্, এই সময়ের মধ্যে এই শেয়ার প্রায় ২০০%-এরও বেশি বেড়েছে। YTD হিসাবে এই শেয়ার প্রায় ৪৫ শতাংশ বেড়েছে। গত এক বছরে এটি ২২৫% বেড়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) (Reuters)