মদের বোতল প্রতি ১০ টাকা করে 'গো উপ-কর'। না, আগে থেকেই এটি কোনও বিজেপি রাজ্যের কাজ ধরে নিলে ভুল করবেন। এক কংগ্রেসশাসিত রাজ্যেই এমনই অভিনব ঘোষণা! কোথায়?
1/5মদের বোতল প্রতি ১০ টাকা করে 'গো উপ-কর'। না, আগে থেকেই এটি কোনও বিজেপি রাজ্যের কাজ ধরে নিলে ভুল করবেন। এক কংগ্রেসশাসিত রাজ্যেই এমনই অভিনব ঘোষণা! কোথায়? ফাইল ছবি: পিটিআই (PTI)
2/5শুক্রবার হিমাচল প্রদেশের ২০২৩-২৪-এর বাজেট পেশ করার সময়েই এই বিষয়ে জানান মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু। তাঁর কথায়, এই সামান্য পদক্ষেপের মাধ্যমে রাজ্যে বছরে ১০০ কোটি টাকার রাজস্ব আয় হবে। ফাইল ছবি: এএনআই (PTI)
3/5হিমাচলপ্রদেশের বিধানসভায় প্রথম বাজেট পেশ করার সময়ে এই সেস-এর ঘোষণা করেন তিনি। রাজ্যে পর্যটন ও সবুজ নীতি নিয়েও বেশ কিছু নয়া ঘোষণা করেছেন সুখু। ফাইল ছবি: এএনআই (PTI)
4/5উত্তরপ্রদেশে গরুর আশ্রয়কেন্দ্র নির্মাণ ও রক্ষণাবেক্ষণের জন্য এহেন কর রয়েছে। সেখানে আবগারি দ্রব্যের উপর ০.৫% 'গো কল্যাণ' সেস আরোপ করা হয়। ফাইল ছবি: পিটিআই (PTI)
5/5টাইমস অফ ইন্ডিয়ার এক রিপোর্ট অনুসারে, রাজস্থানও এই একই নীতি গ্রহণ করেছে। ২০১৯-২০২২, এই তিন বছরের ব্যবধানে গরু উপকর থেকে ২,১৭৬ কোটি টাকা আয় করেছে রাজস্থান। তবে, সরকার সেই রাজস্বের মাত্র ৫.২০ কোটি টাকাই খরচ করেছে। সরকারের দাবি বাকি টাকা অব্যবহৃতই রয়ে গিয়েছে। কারণ তারা সেই টাকা ব্যবহারের কোনও নির্দিষ্ট প্রস্তাবনা পায়নি। প্রতীকী ছবি: হিন্দুস্তান টাইমস (PTI)