জোমাটোর অফিসে দাঁড়িয়েই সাংবাদিক প্রশ্ন করেন, 'জোমাটোর শেয়ারের দাম ১৫০ টাকা থেকে কমতে কমতে ৪০ টাকায় নেমে এসেছে। আপনার সেটা দেখে কী প্রতিক্রিয়া ছিল?'
1/5আমি শেয়ারের দাম দেখি না। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে এমনটাই জানালেন জোমাটোর সিইও দীপিন্দর গোয়াল। ফাইল ছবি: রয়টার্স (Reuters)
2/5জোমাটোর অফিসে দাঁড়িয়েই সাংবাদিক প্রশ্ন করেন, 'জোমাটোর শেয়ারের দাম ১৫০ টাকা থেকে কমতে কমতে ৪০ টাকায় নেমে এসেছে। আপনার সেটা দেখে কী প্রতিক্রিয়া ছিল?' ফাইল ছবি: গুগল ফাইন্যান্স (Reuters)
3/5এর উত্তরে দীপিন্দর বলেন, 'প্রথমত আমি স্টক প্রাইস দেখি না। আমাকে কেউ বলল এখন কমে এত হয়ে... আবার কেউ বলল কমে এখন এত দাঁড়িয়েছে..' এটি শুনেই সাংবাদিক জানতে চান, কার থেকে জানছেন? ফাইল ছবি : মিন্ট (Reuters)
4/5জোমাটো সিইও বলেন, 'আমাদের অফিসে স্টক নিয়ে কোনও অভ্যন্তরীণ আলোচনা হয় না। কেউ হয় তো হোয়াটসঅ্যাপে বলল। আমার সেটা দেখে মনে হয়েছিল, এটা সত্যি হতে পারে না! এটা পুরোই ভিত্তিহীন মনে হচ্ছে। যতবারই কমেছে, তাই মনে হয়েছে। এরপর যখন একেবারে কমে গেল, তখনও তাই মনে হয়েছে, যে এটার কোনও মানেই হয় না।' ছবি: টুইটার (Reuters)
5/5দীপিন্দরের কথায় যদিও চটেছেন অনেকে। তাঁদের দাবি, পাবলিক এনলিস্টেড সংস্থার কর্তা হয়ে তিনি শেয়ারের প্রতি তাঁর দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না। দ্বীপিন্দরের এই বক্তব্য নিয়ে আপনার কী মত? ফাইল ছবি: টুইটার (Reuters)