যে সমস্ত এলাকার ওপর দিয়ে এই ট্রেন ২১ মার্চ থেকে শুরু হওয়া সফরে চলবে, তা হল- অসমে জোরহাট, শিবসাগর, গুায়াহাটি, কাজিরাঙা। ত্রিপুরায় উনকোটি, আগরতলা, উদয়পুর। নাগাল্যান্ডে কোহিমা, ডিমাপুর। মেঘালয়ে চেরাপুঞ্জি, শিলং। উত্তর পূর্বের মনোরম আবহাওয়াকে ট্রেনের জানলা দিয়ে চায়ের পেয়ালার সঙ্গে উপভোগ করতে করতে এই সফর মন্দ হবে না! ফলে ১৫ দিনের এই ট্যুর প্যাকেজে রয়েছে ভ্রমণবিলাসীদের জন্য ভরপুর আনন্দের হাতছানি।
1/5উত্তর পূর্বে ঘুরে আসবেন ভাবছেন? অসমের কাজিরাঙা, মেঘালয়ের চেরাপুঞ্জি কি প্ল্যানে রয়েছে? তাহলে নজর রাখতেই পারেন ভারতীয় রেলের ‘ভারত গৌরব ডিলাক্স টুরিস্ট ট্রেন’এর দিকে। আইআরসিটিসির এই নয়া পরিষেবায় ১৫ দিন উত্তর পূর্বে ঘুরে আসার দারুর সুযোগ রয়েছে। দেখে নিন বিস্তারিত। (ফাইল ছবি, সৌজন্য হিন্দুস্তান টাইমস)
2/5রেল মন্ত্রক জানিয়েছে, ‘ভারত গৌরব ডিলাক্স টুরিস্ট ট্রেন’ ১৫ দিন উত্তর পূর্বের বিভিন্ন স্টেশনে পৌঁছবে। উল্লেখ্য, এই ট্রেনে সফর করে এই ১৫ দিন ধরে রয়েছে উত্তর পূর্ব বেড়িয়ে নেওয়ার সুযোগ। ২১ মার্চ, শনিবার দিল্লির সফগরজং রেলস্টেশন থেকে ছাড়বে এই ট্রেন। এই প্যাকেজের থিম ‘নর্থ ইস্ট ডিসকভারি: বিয়ন্ড গুয়াহাটি।’
3/5যে সমস্ত এলাকার ওপর দিয়ে এই ট্রেন ২১ মার্চ থেকে শুরু হওয়া সফরে চলবে, তা হল- অসমে জোরহাট, শিবসাগর, গুায়াহাটি, কাজিরাঙা। ত্রিপুরায় উনকোটি, আগরতলা, উদয়পুর। নাগাল্যান্ডে কোহিমা, ডিমাপুর। মেঘালয়ে চেরাপুঞ্জি, শিলং। উত্তর পূর্বের মনোরম আবহাওয়াকে ট্রেনের জানলা দিয়ে চায়ের পেয়ালার সঙ্গে উপভোগ করতে করতে এই সফর মন্দ হবে না! ফলে ১৫ দিনের এই ট্যুর প্যাকেজে রয়েছে ভ্রমণবিলাসীদের জন্য ভরপুর আনন্দের হাতছানি।
4/5ভারতের পর্যটনকে চাঙ্গা করতেই ‘ভারত গৌরব ডিলাক্স টুরিস্ট ট্রেন’ ২০২১ থেকে শুরু হয়েছে। সরকাররে ‘দেখো আপনা দেশ’, ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’ স্কিমগুলির আওতায় পর্যটনকে চাঙ্গা করতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। যে সমস্ত স্টেশন থেকে এই ট্রেনে চড়া যাবে বা যে স্টেশনে নামা যাবে, তা হল- দিল্লি, গাজিয়াবাদ, আলিগড়, তুন্ডলা, ইটাওয়াহ, কানপুর, লখনউ, বারাণসী। ছবিটি প্রতীকী, সৌজন্য টুইটার @srn_21850)
5/5 ১৫৬ জন যাত্রীকে নিয়ে যাওয়ার ক্ষমতা সম্পন্ন এই বিশেষ ট্রেনে রয়েছে এসি ১, এসি ২ কোচ। ট্রেনে থাকবে কিচেন, সেন্সর নির্ভর ওয়াশরুম, রেস্তোরাঁ সমেত বহু সুবিধা। টিকিটের দাম শুরু হচ্ছে মাথাপিছু ১,০৬,৯৯০ টাকা থেকে এসি ২ টিয়ারে, এসি ১ এ ১৩১৯৯০ টাকা থেকে শুরু। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ভারতীয় রেল)