OPEC-এর থেকে ভারতে এপ্রিলে অর্ধেকেরও কম তেল এসেছে। হিসাব অনুযায়ী, মাত্র ৪৬% । রাশিয়ার অপরিশোধিত তেলের প্রভাব যে কতটা, তা ক্রমশ আরও স্পষ্ট হচ্ছে।
1/5ভারতের তেল আমদানিতে সর্বকালের সর্বনিম্নে নেমে এল OPEC-এর শেয়ার। গত বছর থেকে মধ্য প্রাচ্যের তেল কেনা কমিয়ে সস্তায় রাশিয়ার তেল কেনা শুরু করেছে ভারত। আর তার ফলেই এই অবস্থা। ফাইল ছবি : রয়টার্স (Reuters)
2/5OPEC-এর থেকে ভারতে এপ্রিলে অর্ধেকেরও কম তেল এসেছে। হিসাব অনুযায়ী, মাত্র ৪৬% । রাশিয়ার অপরিশোধিত তেলের প্রভাব যে কতটা, তা ক্রমশ আরও স্পষ্ট হচ্ছে। ছবি : রয়টার্স (Reuters)
3/5পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলির সংগঠন OPEC। মূল মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার তৈল উত্তোলনকারী দেশগুলি এর মধ্যে রয়েছে। ফাইল ছবি: রয়টার্স (Reuters)
4/5২০২২ সালেই যদিও ছবিটা অনেকটা অন্যরকম ছিল। গত বছর এপ্রিলে ভারতের আমদানি করা সমস্ত অপরিশোধিত তেলের ৭২% এসেছিল OPEC দেশগুলি থেকে। ফাইল ছবি: পিটিআই (Reuters)
5/5এক সময়ে ভারতের আমদানি করা সমস্ত অপরিশোধিত তেলের ৯০%-ই আসত OPEC থেকে। কিন্তু গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে মস্কোর আক্রমণের পর রাশিয়ার তেল কেনার উপর জারি হয় পশ্চিমী চোখ রাঙানি। ফলে রাশিয়ার তেলের দাম সস্তা হয়ে যায়। আর সেই সুযোগে রাশিয়া থেকে কম দামে তেল কেনা বাড়াতে শুরু করে ভারত। ফাইল ছবি: ব্লুমবার্গ (Reuters)