নতুন ডিভাইসগুলিতে 'ফুঁ' দেওয়ার কোনও গল্প নেই। দূর থেকে দাঁড়িয়েই মেশিনের সেন্সর ধরে ফেলবে কোনও ব্যক্তি মত্ত কিনা। শুধু তাই নয়, ঠিক কতটা মদ্যপ, তা-ও ধরে ফেলার ক্ষমতা রয়েছে এই ডিভাইসে। পুরোটাই হবে ৫ সেকেণ্ডেরও কম সময়ে।
1/5মদ্যপ হয়ে গাড়ি/বাইক চালানো রুখতে আরও কড়া কলকাতা পুলিশ। ৫০টি অত্যাধুনিক মানের ব্রেথলাইজার পৌঁছে যাচ্ছে পুলিশকর্মীদের হাতে। এর মাধ্যমে ৫ মিটার দূরে দাঁড়িয়েই সন্দেহভাজনের পরীক্ষা করতে পারবেন পুলিশকর্মীরা। ফাইল ছবি: টুইটার (PTI)
2/5ইতিমধ্যেই, সোমবার লালবাজার সেই ব্রেথলাইজারের দরপত্র দিয়েছে। মোট বরাদ্দ ২১.৮৩ লক্ষ টাকা। আগামী এপ্রিলের শেষ নাগাদ ডিভাইসগুলি ট্রাফিক গার্ডদের হাতে পৌঁছে দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। (ছবি সৌজন্য পিটিআই) (PTI)
3/5সাধারণ ব্রেথলাইজারে ডিভাইসের মধ্যে চালকদের 'ফুঁ' দিতে বলা হয়। তাতে শ্বাসে থাকা অ্যালকোহল সূচকগুলি সেই মেশিনে ধরা পড়ে যায়। ফাইল ছবি: টুইটার (PTI)
4/5 নতুন ডিভাইসগুলিতে 'ফুঁ' দেওয়ার কোনও গল্প নেই। দূর থেকে দাঁড়িয়েই মেশিনের সেন্সর ধরে ফেলবে কোনও ব্যক্তি মত্ত কিনা। শুধু তাই নয়, ঠিক কতটা মদ্যপ, তা-ও ধরে ফেলার ক্ষমতা রয়েছে এই ডিভাইসে। পুরোটাই হবে ৫ সেকেণ্ডেরও কম সময়ে। ফাইল ছবি: রয়টার্স (PTI)
5/5কলকাতা পুলিশের এক আধিকারিক জানালেন, 'করোনার সময়ে অনেকদিন এই ব্রেথলাইজার ব্যবহার করা যায়নি। তাছাড়া যেগুলি এখন আমাদের কাছে আছে, তা অনেক পুরনো প্রযুক্তির। কিছু ক্ষেত্রে গড়বড়ও করছে। সেই কারণেই এবার আধুনিক, উন্নত মানের মেশিন। এর মাধ্যমে আশা করি চালকদের আরও বেশি সতর্ক করা যাবে।' ফাইল ছবি : পিটিআই (PTI)