কর্ণাটকের শিবমোগ্গার সোগানে বিমানবন্দরে এদিন উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উল্লেখ্য, কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার জন্মদিন ছিল এদিন, তিনি শিবমোগ্গার বাসিন্দা। আর তাঁর ৮০ তম জন্মদিনের দিনই এই বিমানবন্দর উদ্বোধন হল। এদিকে, শিবমোগ্গা বিমানবন্দর ছাড়াও একাধিক প্রজেক্টের উদ্বোধন আজ করেন মোদী।
1/5কর্ণাটক পেল আরও একটি বিমানবন্দর। এবার কর্ণাটকের শিবমোগ্গাতে উদ্বোধন হল নয়া বিমানবন্দরের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন এই বিমানবন্দরের উদ্বোধন করেন। ৪৫০ কোটি টাকা ব্যায়ে নির্মিত এই বিমানবন্দরের সবচেয়ে নজর কেড়েছে যে বিষয়টি, সেটি হল পদ্মফুলের মতো আকারে বিমানবন্দরের সাজসজ্জা। . (ANI Photo) (ANI)
2/5কর্ণাটকের শিবমোগ্গার সোগানে বিমানবন্দরে এদিন উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উল্লেখ্য, কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার জন্মদিন ছিল এদিন। আর তাঁর ৮০ তম জন্মদিনের দিনই এই বিমানবন্দর উদ্বোধন হল। এদিকে, শিবমোগ্গা বিমানবন্দর ছাড়াও একাধিক প্রজেক্টের উদ্বোধন আজ করেন মোদী। ANI Photo) (ANI)
3/5শিবমোগ্গাতে একটি ৩,৬০০কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করেন মোদী। এছাড়াও এদিন মোদীর একটি রোড শোতে অংশ নেওয়ার কথা রয়েছে। বেলেগাভিতে রেলস্টেশনের সংস্কারের পর তা উদ্বোধনও করেন মোদী। প্রসঙ্গত, সামনেই হাইভোল্টেজ কর্ণাটক নির্বাচন। তার আগে,পর পর নতুন প্রকল্পের উদ্বোধনে এদিন নজর কাড়েন মোদী। (PTI Photo) (ANI)
4/5কর্ণাটকের শিবমোগ্গার এই নয়া বিমানবন্দরে রয়েছে একাধিক সুবিধা। রাতে বিমান ওঠা নামার ক্ষেত্রেও রয়েছে সুবিধা। প্রতি ঘণ্টায় ৩০০ জন যাত্রী ধারণের ক্ষমতা রয়েছে এই বিমানবন্দরে। ৭৭৫ একর জমি, ৪৫০ কোটি টাকা ব্যায়ে তৈরি হয়েছে এই বিমানবন্দর। ৩.২ কিলোমিটার দীর্ঘ রানওয়ে রয়েছে এই বিমানবন্দরে। যাত্রী টার্মিনালে রয়েছে ৪৩২০ স্কোয়ারফিটের বিল্ড আপ এরিয়া। উল্লেখ্য, বেঙ্গালুরুর কেম্পেগৌড়া বিমানবন্দরের পর শিবমোগ্গার বিমানবন্দর কর্ণাটকের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর। PTI Photo)(PTI02_27_2023_000113A) (ANI)
5/5কর্ণাটকের মালনাদ এলাকার বাসিন্দাদের যাত্রী পরিবহনের ক্ষেত্রে শিবমোগ্গার এই বিমাননবন্দর বিশেষ সুবিধা দেবে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা শিবমোগ্গার বাসিন্দা। সদ্য তিনি নির্বাচনী রাজনীতি থেকে অবসর নিয়েছেন। আর তারপরই শিবমোগ্গার এই বিমানবন্দরের উদ্বোধন হয়। (PTI Photo)(PTI02_27_2023_000115A) (ANI)