Jangalmahal to North Bengal Highway: একটা রাস্তা। তাতেই জঙ্গলমহল থেকে উত্তরবঙ্গে পৌঁছে যেতে পারবেন মানুষ। সেই প্রকল্পের জন্য ৩,২০০ কোটি টাকা বরাদ্দ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
1/5এবার জঙ্গলমহলের সঙ্গে সড়কপথে জুড়তে চলেছে উত্তরবঙ্গ। যে হাইওয়ে পশ্চিম মেদিনীপুরের দাসপুর থেকে জয়রামবাটি, কামারপুকুর হয়ে বর্ধমানের নতুনগ্রাম, মোরেগ্রাম ছুঁয়ে উত্তরবঙ্গে পৌঁছে যাবে। ওই প্রকল্পের জন্য ৩,২০০ কোটি টাকা বরাদ্দ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, সেই নয়া প্রকল্পের ফলে পর্যটন ক্ষেত্রে নয়া দিগন্ত উন্মোচন হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
2/5গত শুক্রবার বাঁকুড়ার প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী জানান, দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের সংযোগকারী রাস্তা তৈরি করা হচ্ছে। যা পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান ছুঁয়ে উত্তরবঙ্গ পর্যন্ত যাবে। তার ফলে জঙ্গলমহল, উত্তরবঙ্গ-সহ বিস্তীর্ণ এলাকার মানুষ উপকৃত হবেন। পর্যটনের ক্ষেত্রের নয়া দিগন্ত উন্মোচন হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
3/5এমনিতে পশ্চিমবঙ্গ বাজেট পেশের সময় অর্থ প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) চন্দ্রিমা ভট্টাচার্য জানান, গ্রামীণ সড়ক রাস্তাশ্রী প্রকল্প চালু করা হচ্ছে। ১১,৩০০ কোটি কিলোমিটার রাস্তার জন্য ৩,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
4/5তারইমধ্যে শুক্রবারের সভা থেকে মোট ৩৭ টি প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে মমতা দাবি করেন, বাঁকুড়া এবং পুরুলিয়ার জলের সমস্যা মেটাতে ইতিমধ্যে জলপ্রকল্প তৈরি হয়েছে। তিন লাখ মানুষের বাড়িতে ইতিমধ্যে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে গিয়েছে। আগামী বছরের মধ্যে বাঁকুড়ার সব বাড়িতে জল পৌঁছে যাবে বলে আশ্বাস দিয়েছেন মমতা। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
5/5সেইসঙ্গে মমতা দাবি করেছেন, তৃণমূল কংগ্রেস সরকারের আমলে জঙ্গলমহলে মাওবাদীদের অত্যাচার থেকে মুক্ত হয়েছে। গত ১১ বছরে একটি মাওবাদী হামলার ঘটনা ঘটেনি। যা বাঁকুড়ার গর্বের বিষয়ে বলে দাবি করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। (ফাইল ছবি, সৌজন্যে এএনআই)