বিনিয়োগ বিশেষজ্ঞ মনীশ গোয়ালের মতে, এই শেয়ারে এখনও ... more
বিনিয়োগ বিশেষজ্ঞ মনীশ গোয়ালের মতে, এই শেয়ারে এখনও অনেক 'জান' আছে। অর্থাত্, আরও কিছুটা এই শেয়ারের বৃদ্ধি হতে পারে। সংস্থার ম্যানেজমেন্ট নিয়ে আশাবাদী তিনি। এই স্টকে 'Buy' রিটার্ন দিয়েছেন। তাঁর মতে এই শেয়ার এখনও ১,১৬৭ টাকা পর্যন্ত চড়তে পারে। এর কারণও ব্যাখা করেছেন তিনি।
1/6২০২৩ সালের প্রথম দুই মাসে দেশের শেয়ার বাজারে বেশ কিছু মাল্টিব্যাগার শেয়ারের উদয় হয়েছে। বছরের শুরু থেকেই বেশ ভালই রিটার্ন দিচ্ছে এই শেয়ারগুলি। এর মধ্যে অন্যতম হল সূর্যলেখা স্পিনিং মিলস লিমিটেড। এটি একটি টেক্সটাইল খাতের সংস্থা। মাত্র এক মাসেই এই সংস্থার শেয়ার প্রায় ১২৫% রিটার্ন দিয়েছে। বাজার বিশেষজ্ঞ ও অভিজ্ঞ বিনিয়োগকারী মনীশ গোয়ালের মতে, আগামিদিনে এই স্টক আরও উর্ধ্বমুখী হবে। ফাইল ছবি : পিটিআই (PTI)
2/6স্টক হিস্ট্রি: সূর্যলেখা স্পিনিং মিলসের শেয়ার গত এক মাসে মাত্র ৩০০ টাকা থেকে বেড়ে ৭০৩ টাকায় চলে গিয়েছে। বর্তমানে BSE-তে এই শেয়ার ট্রেড হচ্ছে। সংস্থার বাজার মূলধন প্রায় ৩০০ কোটি টাকা শুক্রবার সংস্থার শেয়ার গত ৫২ সপ্তাহের সর্বোচ্চ, ৭০৩.২৫ টাকা প্রতি শেয়ারে পৌঁছে যায় । ফাইল ছবি : রয়টার্স (PTI)
3/6ট্রেডিংয়ের শেষে এই শেয়ার ৭০২.৯৫ টাকায় ক্লোজ হয়। আগের দিনের তুলনায় যা প্রায় ৯.৯৫% বেশি। ৫২ সপ্তাহের সর্বনিম্ন দর ২৭২.৪০ টাকা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) (PTI)
4/6বিনিয়োগ বিশেষজ্ঞ মনীশ গোয়ালের মতে, এই শেয়ারে এখনও অনেক 'জান' আছে। অর্থাত্, আরও কিছুটা এই শেয়ারের বৃদ্ধি হতে পারে। সংস্থার ম্যানেজমেন্ট নিয়ে আশাবাদী তিনি। এই স্টকে 'Buy' রিটার্ন দিয়েছেন। তাঁর মতে এই শেয়ার এখনও ১,১৬৭ টাকা পর্যন্ত চড়তে পারে। এর কারণও ব্যাখা করেছেন তিনি। (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স) (PTI)
5/6মনীশ লিখেছেন, চিনের জিনজিয়াং তুলোর উপরে মার্কিন নিষেধাজ্ঞা রয়েছে। সেই কারণে ভারতের টেক্সটাইল রফতানি বাড়বে। অন্যদিকে ভূমিকম্পের কারণে তুরস্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন পরিস্থিতিতে ভারতের মিলগুলি থেকেই তাদের পণ্য আমদানি করতে হচ্ছে। এমন পরিস্থিতিতে সূর্যলেখা স্পিনিং মিলসের মুনাফা বাড়বে বলে আশাবাদী তিনি। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) (PTI)
6/6বিঃ দ্রঃ- বিনিয়োগ সংক্রান্ত পর্যালোচনা স্বাধীন বিশেষজ্ঞের বিশ্লেষণ মাত্র। সম্পাদকীয় বিনিয়োগ সুপারিশ নয়। (ছবি সৌজন্য পিটিআই) (PTI)