New Town-Slatlake Sector V New Flyover: নিউটাউনের সঙ্গে সল্টলেক সেক্টর ৫-কে যুক্ত করবে নয়া ফ্লাইওভার, খুলে যাবে দুই মাসে
Updated: 25 Feb 2023, 12:13 PM ISTসল্টলেকের সেক্টর ৫ থেকে নিউটাউনকে সংযোগকারী একটি নতুন ফ্লাইওভার খুলতে চলেছে আর দুই মাসের মধ্যেই। ৬০০ মিটার দীর্ঘ এই ফ্লাইওভার চালু হলে বর্তমান ফ্লাইওভারগুলির ওপর চাপ কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে। হিডকোর তরফে জানানো হয়েছে যে এই ফ্লাইওভার নির্মাণের কাজ খুব দ্রুত গতিতে এগোচ্ছে। এপ্রিল মাসের শেষ নাগাদই এটার কাজ সম্পন্ন হবে।
পরবর্তী ফটো গ্যালারি