ইউক্রেনে রুশ আগ্রাসনের এক বছর পূর্তির ঠিক পরদিনই দিল্লির মাটি ছুঁল শলৎসের বিমান। জার্মিনর চ্যান্সেলার ভারতে আসতেই তাঁকে রাজকীয় মেজাজে স্বাগত জানানো হয় দিল্লির রাষ্ট্রপতিভবনে। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী মোদী। ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। (
1/6ইন্দো পেসিফিক এলাকায় যখন চিনের দাদাগিরি মাথাচাড়া দিচ্ছে, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন ঘটছে, এমন এক সময়ে ভারতে দুই দিনের সফরে এলেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস। তাঁর দুই দিনের সফরে যে আন্তর্জাতিক কূটনীতির নানা বিষয় জায়গা করে নিচ্ছে, তা বলাই বাহুল্য। (ANI Photo) ( Arindam Bagchi Twitter)
2/6জানা যাচ্ছে, শনিবার থেকে শুরু হওয়া জার্মানির চ্যান্সেলারের এই সফরে যে সমস্ত অ্যাজেন্ডা রয়েছে, তার শীর্ষে রয়েছে ইউক্রেন সমস্যা। যে ইস্যুতে ভারত স্পষ্টত কোনও পক্ষ না নিলেও, যুদ্ধ নিয়ে নিজের কূটনৈতিক অবস্থান স্পষ্ট করেছে। এই ইস্যুতে সদ্য রাষ্ট্রসংঘে ভারতের অবস্থানও আন্তর্জাতিক কূটনীতির নজর কেড়েছে। এদিকে, দক্ষিণ এশিয়ায় চিনের আগ্রাসনও থাকছে দুই মোদী শলৎস আলোচনায়, বলে খবর। এছাড়াও দ্বিপাক্ষিক বাণিজ্য, গ্রিন ট্রানজিশন দুই পক্ষের আলোচনায় জায়গা করে নেবে বলে মনে করা হচ্ছে। . (ANI Photo) ( Arindam Bagchi Twitter)
3/6ইউক্রেনে রুশ আগ্রাসনের এক বছর পূর্তির ঠিক পরদিনই দিল্লির মাটি ছুঁল শলৎসের বিমান। জার্মিনর চ্যান্সেলার ভারতে আসতেই তাঁকে রাজকীয় মেজাজে স্বাগত জানানো হয় দিল্লির রাষ্ট্রপতিভবনে। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী মোদী। ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। (ANI Photo) ( Arindam Bagchi Twitter)
4/6এর আগে, বেঙ্গালুরুতে জি ২০ বিষয়ক এক বৈঠকে ভারতীয় অর্থমন্ত্রীর সামনে ইউক্রেন সমস্যাকে তুলে ধরেন জার্মানির অর্থমন্ত্রী। উল্লেখ্য, সেই জায়গা থেকে নরেন্দ্র মোদীর সঙ্গে জার্মানির চ্যান্সেলার ওলাফ শলৎসের বৈঠক আন্তর্জাতিক কূটনীতিতে বেশ খানিকটা তাৎপর্যবহন করতে চলেছে। (ANI Photo) ( Arindam Bagchi Twitter)
5/6রাষ্ট্রপতিভবনে নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের আগে জার্মানির চ্যান্সেলার বলেন,'ভারত এবং জার্মানির মধ্যে আমাদের ইতিমধ্যেই খুব ভাল সম্পর্ক রয়েছে এবং আমি আশা করি যে আমরা এই 'খুব ভাল' সম্পর্কগুলিকে শক্তিশালী করব।' তিনি আরও বলেন,' আমরা আমাদের দেশের উন্নয়নের পাশাপাশি বিশ্বে শান্তির জন্য প্রাসঙ্গিক সমস্ত বিষয় নিয়ে গভীরভাবে আলোচনা করব।' (ANI Photo) ( Arindam Bagchi Twitter)
6/6মনে করা হচ্ছে, ইউক্রেন ইস্যুতে ইউরোপের অবস্থানকে ভারতের কাছে আরও বেশি স্পষ্ট করে তুলে ধরতে জার্মানির চ্যান্সেলারের এই ভারত সফর। সেই জায়গা থেকে জি ২০ এর সবাপতিত্বের দায়িত্বে থাকা ভারত কোন স্টান্স নেয় সেদিকে তাকিয়ে বিশ্ব।. (ANI Photo) ( Arindam Bagchi Twitter)