মেঘালয়ে ৬০ আসনের মধ্যে ৫৯ টি আসনে ভোট হয়েছিল। একটি আসনে প্রার্থীর মৃত্যুর ঘটনায়, সেখানে ভোট গ্রহণ স্তব্ধ হয়। সেই ৫৯ আসনের মধ্যে মেঘালয়ের আঞ্চলিক দলগুলির মধ্যে ৪ টি দল নিজের দাপট ধরে রেখেছে ভোটে। আঞ্চলিক যে দলগুলি মেঘালয়ে ব্লকবাস্টার ফলাফল তুলে ধরেছে, তার তালিকার প্রথমেই রয়েছে ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট বা ইউডিপি।
1/5মেঘালয় বিধানসভা নির্বাচন ঘিরে বেশ কয়েকটি রাজনৈতিক সমীকরণ প্রাসঙ্গিক হতে শুরু করছে। উল্লেখ্য, ২০২৩ মেঘালয়ের ভোটে ছোট ছোট পার্টিগুলির দাপট এই বছরে কার্যত ভোট মানচিত্রে ছিল প্রকট। উত্তরপূর্বের ভোটে কার্যত এক তৃতীয়াংশ আসন দখলে রেখেছে ছোটদলগুলি। (PTI) (HT_PRINT)
2/5মেঘালয়ে ৬০ আসনের মধ্যে ৫৯ টি আসনে ভোট হয়েছিল। একটি আসনে প্রার্থীর মৃত্যুর ঘটনায়, সেখানে ভোট গ্রহণ স্তব্ধ হয়। সেই ৫৯ আসনের মধ্যে মেঘালয়ের আঞ্চলিক দলগুলির মধ্যে ৪ টি দল নিজের দাপট ধরে রেখেছে ভোটে। আঞ্চলিক যে দলগুলি মেঘালয়ে ব্লকবাস্টার ফলাফল তুলে ধরেছে, তার তালিকার প্রথমেই রয়েছে ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট বা ইউডিপি। (ANI Photo) (HT_PRINT)
3/5৪৬ টি আসনে মেঘালয়ের ভোটযুদ্ধে লড়াই করে ১১টিতে জিতে যায় ইউডিপি। মোটের ১৬ শতাংশ ভোট তারা ধরে রাখে। ২০১৮ সালে তারা ৬ টি আসন পেয়েছিল। ২০২৩ এ তা কার্যত দ্বিগুণের দিকে গিয়েছে ইউডিপির জন্য। এছাড়াও মেঘালয়ে ভয়েস অফ পিপলস পার্টি ভিপিপি ১৮ টি আসনে লড়েছে। এই আ়্ঞ্চলিক দলও ৪ টি আসন জিতে নিয়েছে। (ANI Photo) (HT_PRINT)
4/5ভিপিপির প্রধান আরদেন্দ বাসাইয়াওমিত বলছেন, আঞ্চলিক দলগুলির ব্যর্থতা থেকেই তিনি পার্টি তৈরি করেছিলেন। ২০১৮ সালে তাঁর পার্টির তরফে ৫০ বছর বয়সে তিনি প্রথম ভোট লড়েন। এরপর, ২০২৩ সালেও তিনি পান জয়ের স্বাদ। (ANI Photo) প্রতীকী ছবি। (HT_PRINT)
5/5এদিকে, এইচএসপিডিপি ও পিডিপি মেঘালয়ে এবারের ভোটে ২ টি করে আসন পেয়েছে। মেঘালয়ের রাজনীতিতে নতুন নাম কেএএম মেঘালয় পার্টিও ২ জন প্রার্থী দিয়েছিল, যদিও তারা জিতে আসতে পারেননি। তবে মেঘালয়ের রাজনীতিতে ক্রমেই যে আঞ্চলিক দলগুলির প্রভাব বাড়ছে, তার প্রমাণ ২০২৩ বিধানসভা নির্বাচনের ফলাফল(ANI Photo) (HT_PRINT)