নাগাল্যান্ডের শিক্ষাজগতের পরিচিত নাম হেকানি জাখালু। তিনি এলাকায় শিক্ষাবিদ তথা বিদেশ ফেরত আইনজীবী। হিসাবে পরিচিত। তিনিও ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির সদস্য।
1/6নাগাল্যান্ডের বিধানসভা নির্বাচন ২০২৩ এ লেখা হল নতুন এক ইতিহাস। প্রথমবারের জন্য উত্তরপূর্বের এই রাজ্যে নির্বাচিত হলেন দুই মহিলা বিধায়ক। ইতিহাসে নাম উঠে এল সালহউতুয়োনুয়ো ক্রুসে ও হেকানি ঝাকালুর। কার্যত তাঁদের হাত ধরে নাগা রাজনীতিতে এক নতুন সূর্যোদয় হল।
2/6সালহউতুয়োনুয়ো ক্রুসে স্থানীয় এক হোটেল ব্যবসায়ী। তিনি নাগাল্যান্ডের হোটেল কর্তাদের আঙিনায় বেশ প্রসিদ্ধ নাম। নাগাল্যান্ডের ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির সদস্য তিনি। সালহউতুয়োনুয়োর বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছিলেন কেনিনজাখো নাখরো। কেনিনজাখো মূলত, নির্দল প্রার্থী। তাঁর জন্য ভোট প্রচার করেছেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিউ রিও। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার মতো নেতারা।
3/6উল্লেখ্য, নাগাল্যান্ডের শিক্ষাজগত থেকে উঠে এসেছেন হেকানি জাখালু। তিনি এলাকায় শিক্ষাবিদ হিসাবে পরিচিত। তিনিও ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির সদস্য। জাখালু জিতেছেন ডিমাপুর তিন থেকে। উল্লেখ্য, নাগাল্যান্ডে ১৮৩ জন প্রার্থীর মধ্যে ৪ জন ছিলেন মহিলা। তারমধ্যে, অন্যতম জাখালু।
4/6নাগাল্যান্ডের রাজনীতিতে আপাতত যা ট্রেন্ড তাতে এগিয়ে রয়েছে বিজেপি এনপিপি জোট। ২০১৮ সাল থেকে নাগাল্যান্ডে এনডিপিপির সঙ্গে জোট রয়েছে বিজেপির। সেই বছরের ভোটে এই জোট ৬০ আসনের মধ্যে ৩০ টি আসন জিতেছিল। যেখানে একাই এনডিপিপি ২৬ আসনে জয়লাভ করেছে।
5/6**EDS: TWITTER IMAGE POSTED BY @NDPPofficial ON THURSDAY, MARCH 2, 2023** Dimapur: NDPP leader Hekani Jakhalu. Jakhalu becomes the first woman from Nagaland to become MLA after winning from the Dimapur-III constituency in the 2023 Assembly elections on Thursday, March 2, 2023. (PTI Photo)(PTI03_02_2023_000156B)
6/6১৯৬৩ সালে প্রথমবার নাগাল্যান্ড রাজ্য়ের তকমা পায়। তারপর এই প্রথম কোনও মহিলা বিধায়ক পেল রাজ্য। কার্যতত ৬ দশক ধরে যে অপেক্ষা নাগাল্যান্ড করেছে, তার সমাপ্তি হল এঅ ২০২৩ বিধানসভা ভোটে। (PTI Photo) (PTI02_27_2023_000311A)