১৯৫৪ থেকে দেশের চতুর্থ নাগরিক সম্মান 'পদ্মশ্রী' প্রদান করা শুরু হয়। সেই থেকে এযাবৎ মোট ৭ জন ফুটবলার এই সম্মানে ভূষিত হয়েছেন। এবছর বিজয়নের নাম পদ্মশ্রীর জন্য মনোনীত করেছে AIFF। তিনি সেই তালিকার ৮ নম্বরে জায়গা পান কিনা, সেটা সময় বলবে। আপাতত ছবির অ্যালবামে দেখে নেওয়া যাক ফুটবলের পদ্মশ্রীদের।
1/8জাতীয় দলের প্রাক্তন ফুটবলার আইএম বিজয়নের নাম এবার পদ্মশ্রী পুরস্কারের জন্য মনোনীত করেছে সর্বভারতীয় ফুটবল সংস্থা। বিজয়ন ১৯৮৯ থেকে ২০০৪ সাল পর্যন্ত ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন।
2/8গোষ্ঠ পাল হলেন প্রথম ভারতীয় ফুটবলার, ভারত সরকার যাঁকে পদ্মশ্রী পুরস্কার প্রদান করে। ১৯৬২ সালে দেশের চতুর্থ সর্বোচ্চ নাগরিক সম্মান ওঠে গোষ্ঠ পালের হাতে।
3/8শৈলেন মান্না দ্বিতীয় ফুটবলার হিসেবে পদ্মশ্রী পুরস্কার পান। ১৯৭১ সালে তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে সরকার।
4/8কিংবদন্তি ফুটবলার চুনী গোস্বামী পদ্মশ্রী পুরস্কার পান ১৯৮৩ সালে।
5/8জাতীয় দলে চুনীর সতীর্থ পিকে বন্দ্যোপাধ্যায় পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন ১৯৯০ সালে।
6/8২০০৮ সালে বাইচুং ভুটিয়া পঞ্চম ফুটবলার হিসেবে পদ্মশ্রী হয়েছেন।
7/8বর্তমান ভারত অধিনায়ক সুনীল ছেত্রী ২০১৯ সালে পদ্মশ্রী পুরস্কার হাতে তুলেছেন।
8/8ভারতীয় মহিলা ফুটবল দলের প্রাক্তন ক্যাপ্টেন ওইনাম বেমবেম দেবী ২০২০ সালে, অর্থাৎ শেষবার যখন নাগরিক সম্মান প্রদান করা হয়, তখন পদ্মশ্রী হয়েছেন।