PM Kisan Balance Check: প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির আওতায় একলপ্তে ১৬,৮০০ কোটি টাকা প্রদান করল নরেন্দ্র মোদী সরকার। দেশের আট কোটির বেশি কৃষককে সেই টাকা প্রদান করা হয়েছে। সেই টাকা কি আপনার কাছে এসেছে, তা কীভাবে দেখবেন, তা জেনে নিন -
1/5সোমবার প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির ত্রয়োদশ কিস্তির অর্থ প্রদান করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কর্ণাটকের বেলগাভি থেকে কৃষকদের মোট ১৬,৮০০ কোটি টাকা প্রদান করেছেন। যে অর্থটা (ত্রয়োদশ কিস্তির ২,০০০ টাকা) সরাসরি ডিরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে আট কোটির বেশি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই এবং পিএম কিষান)
2/5২০১৯ সাল থেকে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির আওতায় দেশের কৃষকদের বছরে ৬,০০০ টাকা প্রদান করে মোদী সরকার। বছরে মোট তিনবার টাকা দেওয়া হয়। প্রতিটি কিস্তিতে ২,০০০ টাকা প্রদান করে কেন্দ্রীয় সরকার। ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল। সোমবার ত্রয়োদশ কিস্তির টাকা প্রদান করা হয়েছে। গত বছরের মে'তে একাদশ কিস্তি এবং অক্টোবরে দ্বাদশ কিস্তির টাকা দিয়েছিল মোদী সরকার। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
3/5সোমবার ত্রয়োদশ কিস্তির ২,০০০ টাকা প্রদানের পর প্রধানমন্ত্রীর দফতরের তরফে বলা হয়েছে, 'আজ প্রধানমন্ত্রী আরও একটি কিস্তির টাকা প্রদান করা হল। উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হয়েছে।' (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
4/5কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ২০১৯ সালে প্রধানমন্ত্রী সম্মান নিধি যোজনা সূচনার পর থেকে এখনও পর্যন্ত মোট ২.২৪ লাখ কোটি টাকা প্রদান করেছে মোদী সরকার। করোনাভাইরাস মহামারীর সময় ১.৭৫ লাখ কোটি দেওয়া হয়েছিল। ওই প্রকল্পের মাধ্যমে তিন লাখের বেশি মহিলা কৃষকও উপকৃত হয়েছেন। যাঁরা সবমিলিয়ে ৫৩,৬০০ কোটি টাকা পেয়েছেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
5/5আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা, কীভাবে দেখবেন? ১) প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির অফিসিয়াল ওয়েবসাইট pmkisan.gov.in-তে যেতে হয়। ২) ডানদিকের 'Farmers Corner'-এ 'Beneficiary Status' ট্যাবে ক্লিক করুন। ‘Aadhaar number’, ‘Account number’ বা ‘Mobile number’ বেছে নিন। যে কোনও একটি বিকল্প বেছে নিয়ে সেইমতো আধার কার্ডের নম্বর বা অ্যাকাউন্ট নম্বর বা মোবাইল নম্বর দিন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)