PNB FD রেট: ব্যাঙ্কে ৭ থেকে ৪৫ দিনের মধ্যে আমানতে ... more
PNB FD রেট: ব্যাঙ্কে ৭ থেকে ৪৫ দিনের মধ্যে আমানতে ৩.৫০% সুদের হার পাবেন। অন্যদিকে ৪৬ থেকে ১৭৯ দিনের আমানতে ৪.৫০% হারে সুদ পাবেন। PNB-তে ১৮০ দিন থেকে ২৭০ দিনের মেয়াদের আমানতে ৫.৫০% হারে সুদ পাবেন। ২৭১ দিন থেকে এক বছরের কম মেয়াদের আমানতে ৫.৮০% হারে সুদ দেওয়া হবে।
1/5২ কোটি টাকার কম অঙ্কের স্থায়ী আমানতে সুদের হার বদলে দিল পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB)। এই বদলের পর ৪৪৪ দিনের স্থায়ী আমানতে সুদের হার ৪৫ bps বেড়ে যাবে। তবে ৬৬৬ দিনের মেয়াদে সুদের হার ২০ bps হ্রাস পাচ্ছে। ৪৪৪ দিনের মেয়াদে PNB-তে সাধারণ জনতা সর্বোচ্চ ৭.২৫% পর্যন্ত সুদের হার পাবেন। অন্যদিকে প্রবীণ নাগরিকরা ৭.৭৫% হারে সুদ পাবেন। আবার সুপার সিনিয়র সিটিজেনদের ৮.০৫% সুদের হার দেওয়া হবে। ছবি : পিটিআই (PTI)
2/5PNB FD রেট: ব্যাঙ্কে ৭ থেকে ৪৫ দিনের মধ্যে আমানতে ৩.৫০% সুদের হার পাবেন। অন্যদিকে ৪৬ থেকে ১৭৯ দিনের আমানতে ৪.৫০% হারে সুদ পাবেন। PNB-তে ১৮০ দিন থেকে ২৭০ দিনের মেয়াদের আমানতে ৫.৫০% হারে সুদ পাবেন। ২৭১ দিন থেকে এক বছরের কম মেয়াদের আমানতে ৫.৮০% হারে সুদ দেওয়া হবে। ফাইল ছবি : মিন্ট (PTI)
3/5১ বছর থেকে ৪৪৩ দিনের আমানতে এখনও আগের মতোই ৬.৮০% হারে সুদ দেওয়া হবে। ৪৪৪ দিনের আমানতে পাবেন ৭.২৫%। এটিই আগে ছিল ৬.৮০%। ৪৪৫ দিন থেকে ৬৬৫ দিনের স্থায়ী আমানতে ৬.৮০% সুদের হার পাবেন। ফাইল ছবি: পিটিআই (PTI)
4/5অন্যদিকে PNB-তে ৬৬৬ দিনের আমানতের উপর সুদের হার ৭.২৫% থেকে কমিয়ে ৭.০৫% করেছে।৬৬৭ দিন থেকে ২ বছর এবং ২ বছর থেকে ৩ বছর পর্যন্ত মেয়াদে PNB-তে FD-তে ৬.৮০% এবং ৭% হারে সুদ পাবেন। তিন বছরের বেশি থেকে দশ বছর পর্যন্ত আমানতে আগের মতোই ৬.৫০% হারে সুদ পাবেন। ফাইল ছবি: পিএনবি (PTI)
5/5সিনিয়র সিটিজেনরা স্বাভাবিক নিয়মে অতিরিক্ত ৫০ বেসিস পয়েন্ট সুদ পাবেন। অন্যদিকে ৮০ বছর বা তার বেশি বয়সী অতি প্রবীণ নাগরিকরা ৮০ বেসিস পয়েন্ট বেশি সুদের হার পাবেন। ফাইল ছবি: পিএনবি (PTI)