পরপর দুটি ঘটনা। একটি জলদাপাড়া অভয়ারণ্য়ের ভেতরে পর্যটকবোঝাই সাফারি গাড়িকে উলটে দিল গন্ডার। অন্য়দিকে জলদাপাড়ার সংলগ্ন চিলাপাতার জঙ্গল থেকে লোকালয়ে বেরিয়ে এল বাইসন
1/6ভয়াবহ ঘটনা আলিপুরদুয়ারের জলদাপাড়ায়। জঙ্গল সাফারিতে বেরিয়েছিল পর্যটক বোঝাই সাফারি গাড়ি। জলদাপাড়া অভয়ারণ্যের হরিণডাঙা টাওয়ারের কাছে তখন গাড়িটি। পরপর একাধিক গাড়ি ছিল। জঙ্গলের মধ্যে প্রধান রাস্তার পাশেই ঝোপের মধ্যে দুটি গন্ডারের মধ্যে মারপিট হচ্ছিল। তবে জঙ্গলের নিয়ম বলছে সেই সময় কোনোভাবেই তাদের বিরক্ত করাটা ঠিক নয়। অত কাছে গাড়ি নিয়ে যাওয়াটাও ঠিক নয়।
2/6অতি উৎসাহী পর্যটকরা তখন ছবি তুলতে ব্যস্ত। আর সেই সময় আচমকা দুটি গন্ডার জঙ্গল থেকে বেরিয়ে আসে। গাড়িগুলি পেছন দিকে চালিয়ে কোনওরকমে পালানোর চেষ্টা করে। কিন্তু সামনের গাড়িটিতে প্রথমে খড়্গ দিয়ে আঘাত করে একটি গন্ডার। এরপর ফের অপর গন্ডারটি সাফারি গাড়িটিতে আঘাত করে। গাড়িটি উলটে রাস্তার পাশের নীচু জমিতে পড়ে যায়। হলং বনবাংলো সংলগ্ন এলাকার ঘটনা।
3/6গাইড মিঠুন বিশ্বাস জানিয়েছেন, জলদাপাড়া হরিণডাঙা টাওয়ারের সামনে আচমকা দুটো গন্ডার বেরিয়ে এসেছিল। দুটো গন্ডারের মারপিট করছিল। তখনই সেই দুটো বেরিয়ে আসে। ৬জন পর্যটক ছিলেন। গাইড সহ ৪জন জখম হয়েছেন।
4/6জলদাপাড়া জাতীয় উদ্যানের চিলাপাতার জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে বেরিয়ে আসে বাইসন। আলিপুরদুয়ারের তপসিখাতা বসটারি শিবমন্দির, শালবাড়ি সহ একাধিক এলাকায় বাইসন দাপিয়ে বেড়ায়। এদিকে কখনও গ্রামের ধানক্ষেতের পাশে, কখনও বাড়ির পেছনে দেখা যায় বাইসনটিকে। এই ঘটনায় প্রবল আতঙ্ক ছড়ায় এলাকায়।
5/6মাধ্যমিক পরীক্ষার দিনে এই ঘটনার জেরে বনকর্মীরা কোনও ঝুঁকি নেননি। আগে মাধ্যমিক পরীক্ষার্থীদের নিরাপদে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্য়বস্থা করা হয়।
6/6বাইসনটিকে বাইসনটিকে ঘুমপাড়ানি গুলি দিয়ে কাবু করা হয়। চিলাপাতার রেঞ্জ অফিসার সুদীপ ঘোষ জানিয়েছেন, এটি কারোর কোনও ক্ষতি করেনি। বাইসনটিকে জঙ্গলে ছেড়ে দেওয়ার ব্য়বস্থা করা হয়।