বিনিয়োগের নিরাপদ ক্ষেত্র হিসাবে সোনার চাহিদা বাড়ছে। সেই কারণেই বাড়ছে দাম। কিন্তু আমজনতার তো সেসব জেনে লাভ নেই। তাঁরা জানতে চান কলকাতায় সোনার দাম কত?
1/6বেশ কমছিল। বিয়ের মরশুমে স্বস্তি পাচ্ছিলেন ক্রেতারা। কিন্তু তা দীর্ঘস্থায়ী হল না। ফের এক ধাক্কায় বাড়ল সোনার দাম। একটু আধটু নয়। প্রায় ১,৫০০ টাকা দাম বাড়ল ১০ গ্রাম ২২ ক্যারাটের সোনার। প্রতীকী ছবি: হিন্দুস্তান টাইমস (PTI)
2/6মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাঙ্ক সংকটের কারণেই MCX-এ সোনার দাম ৫৯,৪৬১ টাকা প্রতি ১০ গ্রামে পৌঁছে যায়। এটি সর্বকালের সর্বোচ্চ রেট। ফাইল ছবি: পিটিআই (PTI)
3/6আজ সোনার দাম বৃদ্ধির কারণ সম্পর্কে, বাজার বিশেষজ্ঞ সুগন্ধা সচদেবা বলেন, 'মার্কিন যুক্তরাষ্ট্রে অস্থির অবস্থা চলছে। ব্যাঙ্ক ব্যবস্থায় মন্দা। অন্যদিকে সুইস ব্যাঙ্কিং জায়ান্ট ক্রেডিট সুইসেরও শেয়ার চড়া লোকসানের মুখে। এমন পরিস্থিতিতে সোনার দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিনিয়োগকারীরা ব্যাঙ্ক ব্যবস্থায়, আমানতে ভরসা পাচ্ছেন না। ফাইল ছবি: রয়টার্স (PTI)
4/6স্বাভাবিকভাবেই বিনিয়োগের নিরাপদ ক্ষেত্র হিসাবে সোনার চাহিদা বাড়ছে। সেই কারণেই বাড়ছে দাম। কিন্তু আমজনতার তো সেসব জেনে লাভ নেই। তাঁরা জানতে চান কলকাতায় সোনার দাম কত? ফাইল ছবি: পিটিআই (PTI)
5/6শনিবার ১৮ মার্চ, কলকাতায় ২২ ক্যারাটের ১০ গ্রাম সোনার দাম ৫৫,৩০০ টাকা। গতকালের তুলনায় যা প্রায় ১,৫০০ টাকা বেশি। ফাইল ছবি -পিটিআই (PTI)
6/6অন্যদিকে এদিন ২৪ ক্যারাটের ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ৬০,৩২০ টাকা। আগের দিনের চেয়ে যা ১,৬৩০ টাকা বেশি। ফাইল ছবি: রয়টার্স (PTI)