সম্প্রতি ৪৭০টি বিমান ক্রয়ের রেকর্ড চুক্তির পর বিশ্বজুড়ে এভিয়েশন ক্ষেত্রের নজর কেড়েছে এয়ার ইন্ডিয়া। এই চুক্তির মূল্য প্রায় ৭০ বিলিয়ন মার্কিন ডলার। এটি বিশ্বের অন্যতম বড় বিমান ক্রয়ের চুক্তি হতে চলেছে। বিশ্বের সেরা দুই যাত্রীবাহি বিমান নির্মাতা, বোয়িং ও এয়ারবাসের থেকে এই বিমানগুলি কিনছে ভারত।
1/7এয়ার ইন্ডিয়া ও ভিস্তারাকে শীঘ্রই জুড়ে দেবে টাটা গোষ্ঠী। আর তারপর তাদের একত্রিত নাম হবে 'এয়ার ইন্ডিয়া'। ভিস্তারা ব্র্যান্ড নেম আর থাকবে না। কেন? কারণ এয়ার ইন্ডিয়া নামটাই বিশ্বজুড়ে অনেক বেশি জনপ্রিয়। সোমবার সংস্থার পরিকল্পনার বিষয়ে এমনটাই জানালে এয়ার ইন্ডিয়ার CEO ক্যাম্ববেল উইলসন। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস বাংলা (Soumick/HT Bangla)
2/7সম্প্রতি ৪৭০টি বিমান ক্রয়ের রেকর্ড চুক্তির পর বিশ্বজুড়ে এভিয়েশন ক্ষেত্রের নজর কেড়েছে এয়ার ইন্ডিয়া। এই চুক্তির মূল্য প্রায় ৭০ বিলিয়ন মার্কিন ডলার। এটি বিশ্বের অন্যতম বড় বিমান ক্রয়ের চুক্তি হতে চলেছে। বিশ্বের সেরা দুই যাত্রীবাহি বিমান নির্মাতা, বোয়িং ও এয়ারবাসের থেকে এই বিমানগুলি কিনছে ভারত। ছবি: রয়টার্স (Soumick/HT Bangla)
3/7এদিন ক্যাম্পবেল উইলসন আরও জানান, এয়ার ইন্ডিয়া অভ্যন্তরীণ ক্যাশ ফ্লো, শেয়ারহোল্ডার ইক্যুইটি এবং বিমানের বিক্রি-এবং-লিজব্যাক-সহ সমস্ত কিছু মিলিয়ে এই বড় অর্ডারের টাকা জোগাবে। ফাইল ছবি : এএনআই (Soumick/HT Bangla)
4/7সংবাদমাধ্যমকে তিনি জানান, এয়ার ইন্ডিয়ার সঙ্গে বিস্তারাকে সংযুক্ত করার প্রক্রিয়া চলছে। আপাতত ভারতের প্রতিযোগিতা কমিশন (CCI)-এর অনুমোদনের অপেক্ষায় রয়েছেন তাঁরা। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এবং AIX কানেক্টেরও(যা আগে এয়ারএশিয়া ইন্ডিয়া নামে পরিচিত ছিল) সংযুক্তিকরণের প্রক্রিয়া চলছে। ফাইল ছবি: এএফপি (Soumick/HT Bangla)
5/7আপাতত গোটা এয়ার ইন্ডিয়াকে বিশ্বের অন্যতম বড় আন্তর্জাতিক বিমান পরিষেবা সংস্থা হিসাবে গড়ে তুলতে চাইছে টাটা গোষ্ঠী। আর সেই ক্ষেত্রে সংস্থার উল্লেখযোগ্য সম্ভাবনা আছে বলে জানান CEO । (ফাইল ছবি, সৌজন্য পিটিআই) (Soumick/HT Bangla)
6/7গত ১৪ ফেব্রুয়ারি, এয়ার ইন্ডিয়া ৪৭০টি বিমানের অর্ডার দেওয়ার ঘোষণা করে। এর মধ্যে ২৫০টি এয়ারবাস থেকে কেনা হচ্ছে। বাকি ২২০টি বোয়িং থেকে। ফাইল: মিন্ট (Soumick/HT Bangla)