খালি ডিভিডেন্ড থেকেই PPF, FD-র চেয়েও বেশি রিটার্ন দিল এই শেয়ার!
Updated: 11 Mar 2023, 10:59 PM ISTমোট তিনবার ডিভিডেন্ড দিয়েছে এই সংস্থা: সানোফি ইন্ডিয়া চলতি অর্থবর্ষেই শেয়ার প্রতি ৬৮৩ টাকার ডিভিডেন্ড ঘোষণা করেছে। BSE-র তথ্যানুসারে সানোফি ইন্ডিয়া FY23-এ তিনবার মোট লভ্যাংশ দিয়েছে। এমনিতে ৩০৯ টাকার স্পেশাল ডিভিডেন্ড এবং ১৮১ টাকার ডিভিডেন্ড রয়েছে। পরে আরও ১৯৩ টাকার স্পেশাল ডিভিডেন্ড দিয়েছে।
পরবর্তী ফটো গ্যালারি