মোট তিনবার ডিভিডেন্ড দিয়েছে এই সংস্থা: সানোফি ইন্ডিয়া চলতি অর্থবর্ষেই শেয়ার প্রতি ৬৮৩ টাকার ডিভিডেন্ড ঘোষণা করেছে। BSE-র তথ্যানুসারে সানোফি ইন্ডিয়া FY23-এ তিনবার মোট লভ্যাংশ দিয়েছে। এমনিতে ৩০৯ টাকার স্পেশাল ডিভিডেন্ড এবং ১৮১ টাকার ডিভিডেন্ড রয়েছে। পরে আরও ১৯৩ টাকার স্পেশাল ডিভিডেন্ড দিয়েছে।
1/5শেয়ার বাজারে দীর্ঘ সময়ের বিনিয়োগেই আসল মুনাফা করা যায়। শুধু শেয়ারের দাম বৃদ্ধিই নয়, ডিভিডেন্ড এবং বোনাস শেয়ারের মাধ্যমেও মুনাফা হতে পারে। অনেক সংস্থাই সময়ে সময়ে ডিভিডেন্ট ঘোষণা করে। এমনই এক সংস্থা হল সানোফি ইন্ডিয়া। ফার্মা সেক্টরের সংস্থা এটি। ফাইল ছবি: ফ্রিপিক (Reuters)
2/5মোট তিনবার ডিভিডেন্ড দিয়েছে এই সংস্থা: সানোফি ইন্ডিয়া চলতি অর্থবর্ষেই শেয়ার প্রতি ৬৮৩ টাকার ডিভিডেন্ড ঘোষণা করেছে। BSE-র তথ্যানুসারে সানোফি ইন্ডিয়া FY23-এ তিনবার মোট লভ্যাংশ দিয়েছে। এমনিতে ৩০৯ টাকার স্পেশাল ডিভিডেন্ড এবং ১৮১ টাকার ফাইনাল ডিভিডেন্ড রয়েছে। তারপরেও সানোফি ইন্ডিয়া আরও ১৯৩ টাকার স্পেশাল ডিভিডেন্ড দিয়েছে। এর ফলে চলতি অর্থবর্ষে সংস্থা সব মিলিয়ে ৬৮৩ টাকার ডিভিডেন্ড দিয়েছে। ফাইল ছবি: পেক্সেলস (Reuters)
3/5চলতি অর্থবর্ষের শুরুতে সানোফি ইন্ডিয়ার শেয়ারের দাম ছিল শেয়ার প্রতি ৭,৫০০ টাকা করে। অর্থাত্, কোনও বিনিয়োগকারী যদি সেই সময়ে এই ফার্মা স্টকে বিনিয়োগ করতেন, তাহলে তাঁর ডিভিডেন্ড মারফত রিটার্নের পরিমাণই হত ৯.১০%{(৬৮৩x১০০)/৭,৫০০}। ফাইল ছবি: রয়টার্স (Reuters)
4/5অর্থাত্, PPF বা ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের রিটার্নকেও ফেল করিয়ে দিয়েছে সানোফি ইন্ডিয়ার শেয়ারের ডিভিডেন্ড। আর সেই কারণেই বর্তমানে বাজারের নজর এই স্টকের দিকে। (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স) (Reuters)
5/5বিঃ দ্রঃ- বিনিয়োগ সংক্রান্ত পর্যালোচনা স্বাধীন বিশেষজ্ঞের বিশ্লেষণ মাত্র। সম্পাদকীয় বিনিয়োগ সুপারিশ নয়। ফাইল ছবি: পিটিআই (Reuters)