Tirupati Mandir face recognition system: তিরুপতি মন্দিরে ঢোকার মুখেই বসানো হচ্ছে বিশেষ যন্ত্র। এবার মন্দিরে ঢুকতে গেলেই আপনাকে চিনে নেবে সেটি। ভিড় সামলাতে নয়া ব্যবস্থা করল মন্দির ট্রাস্ট।
1/6সারা বিশ্ব থেকে তিরুপতির ভেঙ্কটেশ্বর দর্শনে আসেন তীর্থযাত্রীরা। ঈশ্বরের কৃপা পেতেই রোজ এই মন্দিরের প্রাঙ্গণে লাখ লাখ পূণ্যার্থীর জমায়েত হয়। বিশাল আয়োজনও হয় তাদের জন্য।
2/6এবারে পূণ্যার্থীদের বিগ্রহ দর্শনের সুবিধা করে দিতে নয়া ব্যবস্থা চালু করছে তিরুপতি মন্দিরের ট্রাস্ট। মুখ চিহ্নিতকরণ ব্যবস্থা (ফেসিয়াল রেগনিশন সিস্টেম) চালু হচ্ছে মন্দিরের প্রধান ফটকে।
3/6মন্দিরে ঢোকার আগে মূল ফটকেই ধরা পড়বে পূণ্যার্থীর মুখ। একবার এই যন্ত্রে ধরা পড়তেই তা রেকর্ড হয়ে যাবে মেশিনের নিজস্ব ব্যবস্থায়। এরপর থেকে সেই মেশিনই বলে কে কতবার ঢুকছে।
4/6হঠাৎ এমন ব্যবস্থা কেন? মন্দিরের ট্রাস্ট তিরুপতি তিরুমালা দেবস্থানম (টিটিডি) বলছে, অনেকেই মন্দিরের সুযোগসুবিধার অপব্যবহার করেন। সেটা আটকাতেই নয়া ব্যবস্থা চালু করা হল।
5/6এছাড়াও প্রতিদিন বিশাল সংখ্যক মানুষ বিগ্রহ দর্শনে মন্দির চত্ত্বরে আসেন। এত ভিড় সামাল দিতে তুমুল খাটনি হয় মন্দির কর্মীদের। নয়া ব্যবস্থায় অনেকটাই কমবে ঝক্কি।
6/6বুধবার থেকে চালু হয়েছে এই প্রক্রিয়া। মন্দিরের তরফে জানানো হয়েছে, বৈকুন্ঠম ২-এ আপাতত পরীক্ষামূলকভাবে বসানো হয়েছে এই যন্ত্র। অনেক দর্শনার্থী বেশি করে টোকেন নেন। সেই সঙ্গে কিছু অর্থও গচ্ছিত রাখেন বেশি করে। এতে অসুবিধা হয় অন্য দর্শনার্থীদের। এই সমস্যার মোকাবিলা করতেই নয়া ব্যবস্থা করল ট্রাস্ট।