রাতারাতি হিরো হয়ে গিয়েছে তামিলনাড়ুর এলিফ্য়ান্ট ক্যাম্পের ওই দুই হাতি। তাদের দেখতে এখন উপচে উঠছে ভিড়।
1/5ভারতীয় তথ্যচিত্র 'The Elephant Whisperers' বেস্ট ডকুমেন্টারি শর্ট ফিল্ম ক্যাটাগরিতে পুরষ্কার পেয়েছে। আর তারপরই তামিলনাড়ুর সেই হাতিটিকে দেখতে পর্যটকদের ভিড় উপচে পড়েছে। স্থানীয়রাও দলে দলে ওই হাতিটিকে দেখতে যাচ্ছেন। রাতারাতি বিখ্যাত হয়ে গিয়েছে সেই ছোট্ট হাতি রঘু। মুদুমালাই থেপ্পাকাড়ু এলিফ্য়ান্ট ক্যাম্পে অনেকেই এখন সেই ছোট্ট হাতি রঘুকে একবার দেখে আসতে যাচ্ছেন। (ANI Photo) (PRIYANKA Twitter)
2/5স্বল্পদৈর্ঘ্যের তথ্য়চিত্র দ্য এলিফ্যান্ট হুইসপারার্স অস্কার পেয়েছে। আর সেই ছবির অন্যতম চরিত্র হল রঘু। আসলে সে মুদুমালাইয়ের চিড়িয়াখানায় থাকে। আর তাকে নিয়ে তৈরি ফিল্ম অস্কার পেতেই দলে দলে পর্যটকরা সেই রঘুকে দেখতে ছুটছেন সেই এলিফ্য়ান্ট ক্যাম্পে।(ANI Photo) (PRIYANKA Twitter)
3/5ওই ফিল্মে আসলে দেখানো হয়েছিল তামিলনাড়ুর মুদুমালাই টাইগার রিসার্ভে দুটি অনাথ হাতিকে একটি পরিবার দত্তক নিয়েছিল। সেই কাহিনীকে ঘিরেই আবর্তিত হয়েছে তথ্য়চিত্রটি। আর সেই তথ্যচিত্র সেরার তকমা পেতেই রাতারাতি রাতারাতি পর্যটকদের নয়নের মণি হয়ে উঠেছে ছোট্ট হাতি রঘু। তাকে দেখতে এখন পর্যটকদের ভিড় উপচে পড়ছে। (Photo by Jordan Strauss/Invision/AP) (PRIYANKA Twitter)
4/5একজন পর্যটক বলেন, হাতিটাকে দেখে খুব ভালো লাগছে। হাতি আমার এমনিই ভালো লাগে। আর সেই হাতির সিনেমা অস্কার পেয়েছে এটা জেনে এখানে চলে এলাম। বিদেশি পর্যটকদের ভিড়ও উপচে পড়েছে ওই ক্যাম্পে।একজন বিদেশি পর্যটক হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন, লন্ডনে থাকি। গত রাতে জানলাম দুটো বেবি এলিফ্যান্টকে নিয়ে কাহিনি অস্কার পেয়েছে। সেই দুটোকে দেখতে এলাম। (Photo by Frederic J. Brown / AFP) (PRIYANKA Twitter)
5/5কার্তিকী গঞ্জালভেস এই সিনেমার নির্মাতা। এই ফিল্মের ডিরেক্টর পুরষ্কার নেওয়ার সময় সকলকে ধন্য়বাদ জানিয়ে বলেছিলেন, আমাদের সঙ্গে প্রাকৃতিক জীবনের একটা বন্ধন রয়েছে। আদিবাসীদের শ্রদ্ধা জানিয়েছে এই পুরষ্কার প্রাপ্তি। ANI (PRIYANKA Twitter)