বেশিরভাগ ভিডিয়োতে তাঁর অত্যন্ত দামি সবুজ নিনজা নিয়... more
বেশিরভাগ ভিডিয়োতে তাঁর অত্যন্ত দামি সবুজ নিনজা নিয়ে জনবহুল রাস্তা দিয়ে যেতেন। সেখানে বাইকের শব্দে পথচারীদের কি প্রতিক্রিয়া হয়, তার ভিডিয়ো করতেন। তাছাড়া প্রায়শই মোটরসাইকেলে আইন ভঙ্গ করে পুলিশকর্মীদের সঙ্গে তর্ক করার ভিডিয়ো বানাতেন অগস্ত্য।
1/5সম্প্রতি যমুনা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় নিহত হন ইউটিউবার অগস্ত্য চৌহান। পুলিশ রিপোর্ট অনুযায়ী, ঘণ্টায় প্রায় ২৯৪ কিলোমিটার গতিবেগে সুপারবাইক ছোটাচ্ছিলেন তিনি। অগস্ত্য চৌহান ইউটিউবে বেশ জনপ্রিয় ছিলেন। প্রায় ১.২ মিলিয়ন সাবস্ক্রাইবার ছিল তাঁর। ফাইল ছবি: ইনস্টাগ্রাম (Instagram)
2/5বেশিরভাগ ভিডিয়োতে তাঁর অত্যন্ত দামি সবুজ নিনজা নিয়ে জনবহুল রাস্তা দিয়ে যেতেন। সেখানে বাইকের শব্দে পথচারীদের কি প্রতিক্রিয়া হয়, তার ভিডিয়ো করতেন। তাছাড়া প্রায়শই মোটরসাইকেলে আইন ভঙ্গ করে পুলিশকর্মীদের সঙ্গে তর্ক করার ভিডিয়ো বানাতেন অগস্ত্য। ফাইল ছবি: ইউটিউব (Instagram)
3/5এর পাশাপাশি মাঝে মাঝে পাবলিক রাস্তায় অস্বাভাবিক গতিতে বিপদজনভাবে মোটরসাইকেল চালাতেন। এই কারণে তাঁর ভিডিয়োগুলি যুবসমাজ, বাইকপ্রেমীদের একাংশের মধ্যে বেশ ভাইরাল হত। ফাইল ছবি: ইনস্টাগ্রাম (Instagram)
4/5বুধবার আগ্রা থেকে দিল্লি আসার সময় বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে যমুনা এক্সপ্রেসওয়ের ডিভাইডারে ধাক্কা মারে অগস্ত্যর মোটরবাইক। কাওয়াসাকি নিনজা ZX10R চালাচ্ছিলেন তিনি। প্রায় ১,০০০ সিসির এই সুপারবাইকে প্রায় ২৯৪ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিবেগ তুলেছিলেন তিনি। সম্ভবত নিজের ইউটিউব চ্যানেলের জন্য ভিডিয়ো বানাচ্ছিলেন অগস্ত্য। ফাইল ছবি: ইনস্টাগ্রাম (Instagram)
5/5ক্র্যাশ সম্পর্কে, সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ কালানিধি নাইথানি জানান, তাঁরা অগস্ত্যের উচ্চ-গতিবেগ রেকর্ড করতে ব্যবহৃত অ্যাকশন ক্যামেরাটি উদ্ধার করেছেন। ফাইল ছবি: ইনস্টাগ্রাম (Instagram)